দিনব্যাপী ধর্মীয় কর্মসূচীর মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে ফ্রান্সের প্যারিসের অদুরে ওভারভিলাস্থ বাংলাদেশ সার্বজনীন বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীলংকা হতে আগত ভদন্ত হোমালোকা মহা নায়ক থের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সে নবনিযুক্ত শ্রীলংকার রাষ্ট্রদূত মি. বি কে আকাবুডা।রবিবার (২৯অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত কঠিন চীবর দান অনুষ্ঠানে স্বাগত ধর্মদেশনা করেন, বাংলাদেশ সার্বজনীন বৌদ্ধ বিহার, ফ্রান্সের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধপ্রিয় থের। কঠিন চীবর দান উদযাপনী কমিটির সম্পাদক দিপু কান্তি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে ধর্মদেশনা করেন, ফ্রান্সস্থ কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত জ্যোতিসার থের, ভদন্ত প্রজ্ঞাপ্রিয় থের প্রমুখ। মংগলাচরণ করেন ভদন্ত ধর্মপ্রিয় ভিক্ষু, ভদন্ত সুমনানন্দ ভিক্ষু। পঞ্চশীল প্রার্থনা করেন শংকর বড়ুয়া। উদ্ভোধনী সংগীতে বরণ বড়ুয়া,হৈমন্তী বড়ুয়া। তবলায় সংগত করেন শাপলু বড়ুয়া।অনুষ্ঠানে বাংলাদেশী পুন্যার্থী ছাড়াও অন্যান্য দেশের বৌদ্ধ নর-নারির অংশ গ্রহন অনুষ্ঠানস্থল সম্প্রীতির মিলন মেলায় পরিনত হয়।দিনব্যাপী কর্মসুচীর মধ্যে ভোরে বুদ্ধপুজা, সংঘদান, অষ্টপরিস্কার দান, ধর্মালোচনা সভা, ভিক্ষু সংঘের পিন্ডদান, অতিথি ভোজন, চীবর ও কল্পতরু পরিক্রমা, আলোচনা সভা, চীবর ও কল্পতরু উৎসর্গ, প্রদীপ পুজা, বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশিত হয়।