বাংলাদেশী বৌদ্ধদের ২য় সর্বোচ্চ ধর্মীয় গু্রু, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, উপমহাদেশের কিংবদন্তি, সংঘমনীষা ,মহাসদ্ধর্মজ্যোতিকাধ্বজ, অনাথ পিতা, উপসংঘরাজ,শাসন শোভন, ড. জ্ঞানশ্রী মহাস্হবির মহোদয়ের ৯৩ তম জন্ম দিবস আগামী ১৭ ও ১৮ নভেম্বর ২০১৭ ঐতিহ্যবাহী চট্টগ্রাম বৌদ্ধ বিহার অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে শনিবার (২৮ অক্টোবর) রাত ৮ টায় উদযাপন পরিষদের সভাপতি বাবু প্রমোতোষ বড়ুয়ার সভাপতিত্ব এক মত বিনিময় সভা চট্টগ্রাম বৌদ্ধ বিহারে মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান বাবু অজিত রঞ্জন বড়ুয়া, ভাইস চেয়ারম্যান বাবু অনিল কুমার বড়ুয়া,মহাসচিব বাবু সুদীপ বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক তুষার কান্তি বড়ুয়া, ধর্মীয় সচিব শচী ভূষন বড়ুয়া, বৌদ্ধ সমিতি যুব এর সভাপতি কর আইনজীবী জয়শান্ত বিকাশ বড়ুয়া,বিশিষ্ট লেখক অধ্যক্ষ শিমুল বড়ুয়া,বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব এর সহ সভাপতি প্রকৌশলী অসীম কুমার বড়ুয়া,উদ্বোধনি বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব এর সাধারন সম্পাদক ও উদযাপন পরিষদের সাধারন সম্পাদক স্বপন কুমার বড়ুয়া। এতে আরো বক্তব্য রাখেন বালাদেশ বৌদ্ধ সমিতি মহিলার যুগ্ম সম্পাদিকা শুভ্রা বড়ুয়া,প্রচার ও প্রকাশনা সম্পাদিকা নীলিমা বড়ুয়া প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি মহিলার অর্থ সম্পাদিকা লিপি চৌধুরী।