সিলেট বৌদ্ধ বিহারে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে দানোত্তম শুভ কঠিন চীবর দান।
শুক্রবার নগরীর আখালিয়া নয়াবাজারে সিলেট বৌদ্ধ সমিতির আয়োজনে সিলেট বৌদ্ধ বিহারে এ চীবর দান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ সভাপতি ও রাউজান জ্ঞানানন্দ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ জ্ঞানানন্দ মহাথের এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট সিটি র্কপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ বাঙালী মূলনিবাসী ইউনিয়ন এর আহবায়ক প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া এফ. আই.ই.বি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সূর্যসেন বড়ুয়া শঙ্খু ও সিটি কাউন্সলির আব্দুল মুহিত জাবেদ।
প্রধান ধর্মদেশক হিসেবে বক্তব্য- রাখেন চট্টগ্রাম মহানগর সার্বজনীন বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ শ্রীমৎ শাসন বংশ থের। ধর্মদেশক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদশে বৌদ্ধ ভিক্ষু মহাসভার ধর্মীয় সম্পাদক ও আবুরখীল কেন্দ্রীয় বিহার এর অধ্যক্ষ শ্রীমৎ অরুনানন্দ মহাথের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক ও আবুরখীল অজান্তা বিহার এর অধ্যক্ষ শ্রীমৎ পরমানন্দ মহাথের , সিলেট বৌদ্ধ বিহার এর অধ্যক্ষ শ্রীমৎ সংঘানন্দ থের, উওর জয়নগর বোধিদ্রুম বিহার এর অধ্যক্ষ শ্রীমৎ মেত্তানন্দ ভিক্ষু ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি অরুন বিকাশ চাকমা, আহবায়কের বক্তব্য রাখেন দানোত্তম শুভ কঠিন চীবর দান উদযাপন কমিটির আহবায়ক দিলীপ বড়ুয়া, সম্পাদকের বক্তব্য রাখেন সিলেট বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক উৎফল বড়ুয়া।
এছাড়াও সিলেটে কর্মরত সরকারী-বেসরকারী পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আলোচকবৃন্দ উপস্থিত ছিলেন।
চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, সামাজিক উন্নায়নে সকল ধর্মের মানুষের একে অপরের প্রতি ভ্রাতিত্ববোধ এবং আন্তরিক হতে হবে। কারণ সব ধর্মই হানাহানি পরিত্যাগ করে শান্তির কথা বলে। তাই একে অপরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। জানতে হবে, বোঝতে হবে। তাহলেই সমাজে পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠা হবে।