পঞ্চশীল প্রার্থনা, ধর্মীয় সঙ্গীত ও ধর্মীয় নানা আচার অনুষ্ঠানের মধ্যদিয়ে খাগড়াছড়ি জেলা সদরের তেতুলতলা অগ্র মৈত্রী বিদর্শন ভাবনা কেন্দ্রের ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান দানোত্তম কঠিন চীবর দানোৎসব উদযাপন করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় থেকে তেতুলতলা অগ্র মৈত্রী বিদর্শন ভাবনা কেন্দ্রের কঠিন চীবর দান উদযাপন কমিটি উদ্যোগে ৯তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব উপলক্ষে আয়োজিত ধর্মসভায় ধর্মদেশক হিসেবে দেশনা দেন মৈত্রী বিদর্শন ভাবনা কেন্দ্রের শ্রীমৎ তেজবংশ মহাথের।
এ অনুষ্ঠানে কঠিন চীবর দান উপলক্ষে তেতুলতলা অগ্র মৈত্রী বিদর্শন ভাবনা কেন্দ্রের ভোরে প্রার্থনা ও ধর্মীয় সংগীত মাধ্যমে উৎসবের কর্মসূচি শুরু করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সকালে পুষ্পপূজা ও ভিক্ষু সংঘের প্রাতঃরাশ, ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধপূজা, পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ পূজা, অষ্টপরিষ্কার, কল্পতরু দান, সংঘ দানসহ সকল দানীয় বস্তু উৎসর্গ করেন।
অনুষ্ঠানে শত শত বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এছাড়া সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও আকাশে ফানুষ উড়ানো আয়োজন করা হয়।