রাউজান: রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের বৃহত্তর হোয়ারাপাড়া সুদর্শন মহাবিহার–অগ্রসার মহাকমপ্লেক্সে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব, পবিত্র বুদ্ধধাতু ও পূর্ণ ত্রিপিটক প্রদর্শন, ধর্মচক্র প্রবর্তন সূত্রপাঠ অনুষ্ঠান গতকাল বুধবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়। এতে থাইল্যান্ডের চার বিশিষ্ট অতিথি অনুষ্ঠানে যোগ দেন। বিশুদ্ধানন্দ ম–পে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হলা। মূখ্য আলোচক ছিলেন থাইল্যান্ড থেকে আগত ডাব্লিউএডি’র প্রেসিডেন্ট ড. পঞ্চাই পিনিয়াপং।
বিশেষ অতিথি ছিলেন ডাব্লিউএডি’র জেনারেল সেক্রেটারি লে কেট ইং, মিস রাটসআধারাক উথাইয়া, মিস নাপাউরন, ড. প্রীতি বড়ুয়া, ড. সুমন বড়ুয়া। প্রয়াত বিশুদ্ধানন্দ মহাথের’র প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপসংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের। সহ উপসংঘনায়ক রতনশ্রী মহাথের’র সভাপতিত্বে আর্শিবাদক ছিলেন উপসংঘনায়ক জীবনান্দ মহাথের। প্রধান ধর্মদেশক ছিলেন বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব বোধিমিত্র মহাথের। মিথিলা চৌধুরী ও উজ্জ্বল কান্তি বড়ুয়ার সঞ্চালনায় মঙ্গলাচরণ করেন জ্ঞানেন্দ্রিয় ভিক্ষু, মেত্তানন্দ ভিক্ষু। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমদ, দীপ্তি মেধা বড়–য়া, নেপাল বড়ুয়া, ডা. অনিল কান্তি বড়ুয়া,অধ্যাপক ড. সুব্রত বরণ বড়ুয়া, অধ্যক্ষ সুলেখা পাল, মং হ্লা চিং রাখাইন। সদ্ধর্মালোচনা করেন আনন্দমিত্র মহাথের, জ্ঞানানন্দ মহাথের, অধ্যাপক বিপুলানন্দ মহাথের, অভয়ানন্দ মহাথের, অধ্যাপক সুমেধানন্দ মহাথের, বিদর্শনাচার্য্য নন্দবংশ মহাথের। পঞ্চশীল প্রার্থনা করেন সুনীতি রঞ্জন বড়ুয়া।
সভায় প্রধান অতিথি ক্য শৈ হলা অনাথ শিশুদের জন্য নগদ ত্রিশ হাজার টাকা ও প্রতিবছর ২৫ বস্তা করে চাউল প্রদানের আশ্বাস দেন।