থাইল্যান্ডের প্রয়াত রাজা ভূমিবল আদুলিয়াদেজের শেষকৃত্যানুষ্ঠানের জন্য দেশটির প্রাচীন পোশাক পরে শনিবার মহড়া দিয়েছেন কর্মকর্তারা। এ সময় ড্রাম ও ব্যান্ডের তালে তালে তারা নাচেন। পাঁচ দিনের এ শেষকৃত্যে দেশি-বিদেশি কয়েক লাখ শোকাহত মানুষ অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। ভূমিবলের এ শেষকৃত্যে ৯ কোটি ডলার (৭২০ কোটি টাকা) খরচ হবে বলে জানিয়েছে থাইল্যান্ডের সরকার। আগামীকাল ২৬ অক্টোবর ভূমিবলের শেষকৃত্যানুষ্ঠান শুরু হবে। খবর রয়টার্সের।থাইল্যান্ডের আগের রাজাদের মরদেহ সোনালি শবাধারে রাখা হলেও ভূমিবলের মরদেহ একটি কফিনে রাখা হয়েছে। কিন্তু সোনালি ওই শবাধার এখনও থাইল্যান্ডের রাজকীয় অংশ। বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাজত্ব করা থাই রাজা ভূমিবল ৮৭ বছর বয়সে গত বছরের ১৩ অক্টোবর মারা যান। সাত দশক ধরে তিনি থাইল্যান্ড শাসন করেছেন। ভূমিবলের মৃত্যুর পর ৬৩ বছর বয়সী তার একমাত্র পুত্র মাহা ভাজিরালংকর্ন থাইল্যান্ডের রাজা হিসেবে ক্ষমতাসীন হন। কিন্তু বাবার শেষকৃত্যানুষ্ঠান না হওয়ায় এখনও তার অভিষেক হয়নি। ভূমিবলের মৃত্যুতে এক বছরের জন্য শোক ঘোষণা করা হয়।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে রাজা ভূমিবলের শেষকৃত্যের ওই শোভাযাত্রা ৫ ঘণ্টা ধরে চলবে বলে ধারণা করা হচ্ছে। এ সময় রাজার স্বর্ণখচিত প্রতিকৃতি বহন করবেন অনেকেই। ব্যয়বহুল এ শেষকৃত্যানুষ্ঠানে জান্তা সরকার ব্যয় করবে ৩০০ কোটি থাই বাথ (৯ কোটি ডলার)। প্রায় এক বছর ধরে এ অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। গ্রান্ড প্যালেসের সামনে প্যাভিলিয়ন স্কয়ারে সোনালি আভা দিতে নকশার কাজ করছেন প্রায় এক হাজার শিল্পী। পাঁচ দিনের এ অনুষ্ঠানে ভুটানের রাজা জিগমে খেশার ওয়াংচুক ও জাপানের প্রিন্স আকিশিনো ও প্রিন্সেস কিকোসহ প্রায় একডজন রাষ্ট্রনেতা উপস্থিত থাকবেন। এদিন দেশজুড়ে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া প্রায় ১০ হাজারের অধিক দোকান পুরো দিন বা অর্ধদিবস বন্ধ থাকবে।