শৈবাল চৌধুরী: বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে পটিয়া বেলখাইন সার্বজনীন শান্তি নিকেতন বিহারে আগামীকাল (২৬ অক্টোবর) বৃহস্পতিবার শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এতে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন স্মৃতি ভাস্বর, সদ্ধর্ম দূত ভদন্ত শীল ভদ্র মহাথের, ঊধ্বতন সহ সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা।
প্রধান সদ্ধর্ম দেশক প্রজ্ঞা সারথী, সদ্ধর্মশ্রী, ভদন্ত প্রজ্ঞানন্দ মহাস্থবির,অধ্যক্ষ, কতা’লা বেলখাইন সদ্ধর্মালংকার বিহার।
কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র সূত্র পাঠের মাধ্যমে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, অষ্টপরিস্কার দান, মহতী সংঘদান, সদ্ধর্মসভা। সবশেষে রয়েছে বহু আকাঙ্ক্ষিত কঠিন চীবর দান।
এ মহান দানময়, শীলময় পুণ্যময় অনুষ্টানে সকলের উপস্থিতি কামনা করেছেন বিহার কমিটি।