1. pragrasree.sraman@gmail.com : ভিকখু প্রজ্ঞাশ্রী : ভিকখু প্রজ্ঞাশ্রী
  2. avijitcse12@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৫ পূর্বাহ্ন

অনগ্রসরদের প্রতি বিজেপির মনোভাব না বদলালে বৌদ্ধ ধর্ম গ্রহণের হুঁশিয়ারি মায়াবতীর

প্রতিবেদক
  • সময় বুধবার, ২৫ অক্টোবর, ২০১৭
  • ৭৬৩ পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: অনগ্রসরদের প্রতি বিজেপির মনোভাব না বদলালে বৌদ্ধ ধর্ম গ্রহণের হুঁশিয়ারি মায়াবতীর
আজমগড়: দলিত, আদিবাসী ও অনগ্রসর শ্রেণীর প্রতি বিজেপির মনোভাবের বদল না হলে ভীমরাও আম্বেডকরের মতো তিনি হিন্দু ধর্ম ছেড়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করবেন বলে হুঁশিয়ারি বিএসপি নেত্রী মায়াবতীর।
উত্তরপ্রদেশের আজমগড়ে দলের এক জনসভায় মায়াবতী বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, ‘দলিত, আদিবাসী ও অনগ্রসর শ্রেণী ও ধর্মান্তরিতদের প্রতি শাসক দল তাদের জাতিবাদী ও সাম্প্রদায়িক মনোভাব না বদলালে আমি বৌদ্ধ ধর্ম গ্রহণ করব’।
সংবিধান প্রণেতা আম্বেডকরের প্রসঙ্গও এ ক্ষেত্রে উল্লেখ করেছেন মায়াবতী। তিনি বলেছেন, হিন্দু ধর্মে বর্ণ ব্যবস্থায় বৈষম্য অম্বেডকরকে ব্যথিত করেছিল। তিনি শঙ্করাচার্য ও সন্তদের এই বৈষম্য সংশোধনের আর্জি জানিয়েছিলেন। তা না হওয়ায় মৃত্যু আগে আম্বেডকর নাগপুরে নিয়ে নিজের অনুগামীদের নিয়ে বৌদ্ধধর্ম গ্রহণ করেছিলেন।

বিএসপি নেত্রী বলেছেন, তিনিও শঙ্করাচার্য ও ধর্মীয় নেতা এবং বিজেপির সঙ্গে যুক্তদের তাঁদের মানসিকতার পরিবর্তনের সুযোগ দিচ্ছেন। না হলে তিনিও নিজের সমর্থকদের সঙ্গে বৌদ্ধ ধর্ম গ্রহণ করবেন।

আরএসএসের ‘জাতিবাদী’ কর্মসূচী বিজেপি এগিয়ে নিয়ে চলেছে বলে অভিযোগ করেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রোহিত ভেমুলার আত্মহত্যা ও গুজরাতের উনায় দলিতদের মারধরের প্রসঙ্গ উল্লেখ করে বিজেপিকে তোপ দেগেছেন।
ভোট কথা মাথায় রেখে বিজেপি আরএসএসের সঙ্গে যুক্ত একজন দলিতকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করেছিল বলে অভিযোগ করেছেন মায়াবতী। তিনি বলেছেন, এ জন্যই কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলিও একজন দলির প্রার্থীকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করেছিল।

Facebook Comments Box

শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো
© All rights reserved © 2019 bibartanonline.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarbibart251
error: Content is protected !!