আজ মংগলবার (২৪ অক্টোবর) রাউজান উপজেলার পশ্চিম আঁধার মানিক নিগ্রোধারাম বিহার’র উপাধ্যক্ষ, নিগ্রোধারাম প্রভাতী বিদ্যা নিকেতন’র প্রতিষ্ঠাতা সভাপতি, বুড্ডিট মিডিয়া “অষ্টবিংশতি টাইমস ডট কম”র পরিচালক, শ্রীমৎ এস প্রিয়পাল ভিক্ষু মহোদয়ের ২০তম জন্মবার্ষিকী ও ভিক্ষু প্রথম বর্ষাপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সকাল ৯ঃ৩০ মিনিটে কেক কেটে জন্মদিন পালন করা হয় পশ্চিম আধার মানিক নিগ্রোধারাম বিহারে। উক্ত শুভমুহুর্তে উপস্থিত ছিলেন- শ্রীমৎ ধর্মজ্যোতি ভিক্ষু, শ্রীমৎ প্রজ্ঞাদর্শী ভিক্ষু, শ্রীমৎ ধর্মদর্শী ভিক্ষু, শ্রীমৎ বিপস্সি ভিক্ষু, শ্রীমৎ জ্ঞানদর্শী ভিক্ষু ও মুদিতাপাল শ্রামণ’সহ অত্র সংগঠনের সদস্য-সদস্যা বৃন্দ।