নীতিশ বড়ুয়া: দিনব্যাপী ধর্মীয় কর্মসূচীর মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে কক্সবাজারের রামু উপজেলার পাহাড় চুড়ায় অবস্থিত উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের দানোত্তম কঠিন চীবর দানোৎসব।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ সেবায় একুশে পদক প্রাপ্ত, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ, রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ পন্ডিত সত্যপ্রিয় মহাথের।
গতকাল মঙ্গলবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত কঠিন চীবর দান অনুষ্ঠানে স্বাগত ধর্মদেশনা করেন, রামু উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ও ভূবন শান্তি একশ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধমুর্তি’র প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ভদন্ত করুনাশ্রী থের। আমাদের রামু ডট কম’র সম্পাদক প্রজ্ঞানন্দ ভিক্ষুর সঞ্চালনায় অনুষ্ঠানে ধর্মদেশনা করেন, রামু শ্রীকুল পুরাতন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উঃ চেকাচারা মহাথের, হাইটুপি হাইটুপী উ সা ছেন রাখাইন বৌদ্ধ বিহারের (বড় বিহার) অধ্যক্ষ উপাঞাদ্বীপা মহাথের, উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বন বিহারের অধ্যক্ষ সারমিত্র মহাথের, রাংকুট বনাশ্রম মহাবিহারের অধ্যক্ষ কে.শ্রী. জ্যেতিসেন থের, উত্তর ফতেখাঁরকুল বিবেকারাম বৌদ্ধ বিহারের প্রজ্ঞাসুমন ভিক্ষু প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক বৌদ্ধ ভিক্ষু-শ্রামনসহ হাজারো পুন্যার্থী বৌদ্ধ নর-নারির পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীর অংশ গ্রহন অনুষ্ঠানস্থল সম্প্রীতির মিলন মেলায় পরিনত হয়।
বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সিপন বড়ুয়া জানান, দিনব্যাপী কর্মসুচীর মধ্যে ভোরে বুদ্ধপুজা, সংঘদান, অষ্টপরিস্কার দান, ধর্মালোচনা সভা, ভিক্ষু সংঘের পিন্ডদান, অতিথি ভোজন, চীবর ও কল্পতরু পরিক্রমা, আলোচনা সভা, চীবর ও কল্পতরু উৎসর্গ, প্রদীপ পুজা, বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা। তিনি জানান, এবছর উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের কঠিন চীবর দানোৎসবের প্রধান দাতা ছিলেন, উত্তর মিঠাছড়ি বড়ুয়া পাড়া গ্রামের সন্তান প্রবাসী সিপন বড়ুয়া।