বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে শিল্প-সংস্কৃতি-সভ্যতার প্রাণকেন্দ্র ফ্রান্সে প্যারিসের অদুরে ওভারভিলাস্থ বাংলাদেশ সার্বজনীন বৌদ্ধ বিহারে ২৯ অক্টোবর রবিবার দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হবে।
কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র সূত্র পাঠের মাধ্যমে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, অষ্টপরিস্কার দান, মহতী সংঘদান, সদ্ধর্মসভা। সবশেষে রয়েছে বহু আকাঙ্ক্ষিত কঠিন চীবর দান।
উক্ত অনুষ্টানে পন্ডিত ভিক্ষু সংঘ উপস্থিত থাকবেন।
এ মহান দানময়, শীলময় পুণ্যময় অনুষ্টানে ফ্রান্সে অবস্থানরত সকলের উপস্থিতি কামনা করেছেন বাংলাদেশ সার্বজনীন বৌদ্ধ বিহার, ফ্রান্সের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধপ্রিয় ভিক্ষু।