তীর্থ মালঞ্চ বড়ুয়া: বোয়ালখালীতে চরণদ্বীপ জ্ঞানাঙ্কুর বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব আগামী ২৬ অক্টোবর ২০১৭ বৃস্হপতিবার অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে বিহার প্রাঙ্গণে ২৫, ২৬ ও ২৭ অক্টোবর তিনদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৫ অক্টোবর সন্ধ্যা ৬ ঘটিকায় মহাসতিপটঠান সূত্রপাঠ এবং প্রতিদিন সকাল ৬ টায় অরহৎ উপগুপ্ত ভান্তের পূজা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে গ্রামের ২জন কৃতি সন্তান পিএইচডি ডিগ্রী লাভ করায় বিহার কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। দানসভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপ সংঘনায়ক অনাথপিতা ভদন্ত জীবনানন্দ মহাথের এবং প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিযদের চেয়ারম্যান বাবু রূপায়ন বড়ুয়া।
আয়োজিত তিনদিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানে সবান্ধব উপস্থিত থাকার জন্য বিহার কমিটির সাধারণ সম্পাদক শিবু বড়ুয়া ও বিহার উন্নয়ন কমিটির পক্ষে উত্তম বড়ুয়া সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।