নিজস্ব প্রতিবেদক : ফ্রান্সে বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবর দান।
পূজনীয় অনুত্তর পূণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ।
প্যারিসের অদূরে অবস্থিত স্থা, বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ধ্যানকেন্দ্র এ অনুষ্টানের আয়োজন করে। রবিবার (২২অক্টোবর) দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে উৎসবটি পালিত হয়।
মান্যবর শ্রীলংকান রাষ্ট্রদূত সহ অতিথি বৃন্দ
দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে ভোর হতে শুরু হওয়া দিনব্যাপী এ অনুষ্টানে শীল গ্রহণ, বুদ্ধপূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, , কল্পতরু দান, ধর্মীয় শোভাযাত্রা , সবশেষ বহ আকাঙ্ক্ষিত কঠিন চীবর দান সহ নানা আয়োজনে সমৃদ্ধ ছিল। সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপনী হয়।
উদ্বোধনী সংগীত
উপচে পড়া ভিড় নারী, শিশু, পুরুষদের হৈ-হুল্লোড়ে উৎসব মুখরতায় অন্যরকম আবেশে রুপ নেয় এ মহান দানোত্তম কঠিন চীবর দান। ফলে বিভিন্ন দেশের পূন্যার্থী বৌদ্ধদের সমাগমে এক অভুতপূর্ব মিলন মেলায় পরিণত হয়।
পূণ্যাথী
বিকেলে বহু গ্রন্থ প্রণেতা, বিহারাধ্যক্ষ, পণ্ডিত প্রবর ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের মহোদয়ের উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে শুরু হওয়া দানসভায় ভদন্ত থিতা ধম্মা সভাপতিত্ব করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত ধম্মাসিরা নায়ক থের । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত শ্রীলংকান রাষ্ট্রদূত মি. বি, কে আকাবুডা, ডা. উত্তম বড়ুয়া।
অন্যান্যদের মধ্যে দেশনা করেন ভদন্ত ড. কাচ্চায়ন মহাথের, ভদন্ত ড. নাগসেন থের প্রমুখ। ভদন্ত জ্যোতিসার থের সহ বিভিন্ন দেশের বৌদ্ধ ভিক্ষুরা উপস্থিত ছিলেন।
পঞ্চশীল প্রার্থনা করেন আদন বড়ুয়া রানা । স্বাগত বক্তব্য রাখেন সমঞ্জয় বড়ুয়া, উদ্বোধনী সংগীতে রীমা বড়ুয়া, কনা বড়ুয়া, সুস্মিতা বড়ুয়া, রঞ্জিত বড়ুয়া, শাপলু বড়ুয়া, শিউলি বড়ুয়া,তবলায় সঙ্গত করেন সঞ্জয় বড়ুয়া।প্রবাসে অবস্থান ও নানা প্রতিকূলতা সত্ত্বেও দানশ্রেষ্ঠ এ কঠিন চীবর দান পূণ্যোৎসবের আয়ােজন এবং অংশগ্রহণ করে পেরে পূণ্যার্থী উপাসক-উপাসিকাদের আনন্দের স্ফুরণ ছিল দেখার মত। পূজনীয় ভিক্খুসংঘরাও কঠিন চীবর দানের পূণ্যবার্তায় সকলের প্রতি মৈত্রী-করুণা চিত্তে আশীর্বাদ-পূণ্যদান করেন। পাশাপাশি নিরবচ্ছিন্ন নানা অবক্ষয় ও অস্থির পৃথিবীতে শান্তির সুবাতাস প্রবাহিত হোক এ শুভ কামনা বিশ্বশান্তি প্রার্থনা করেন।