প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশী বৌদ্ধ কল্যান সমিতি কুয়েত এর উদ্যোগে, ২০১৮ -১৯ সালের নব নির্বাচিত পাঁচ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্টান ও বিদায়ী কমিটির এক আলোচনা সভা শুক্রবার (২০ অক্টোবর) হীর রান্জা রেষ্টুরেন্ট কুয়েত সিটিতে অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্টান পরিচালনা করেন বাবু সুমন বড়ুয়া (২)। শপথ গ্রহণ ও সাবেক কমিটি বিদায়ী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির বিদায়ী সাবেক সভাপতি বাবু অরুপ বড়ুয়া। প্রধান অতিথির অাসন অলংকৃত করেন বাবু দুলাল বড়ুয়া, বিশেষ অতিথির আসন অলংকৃত করেন বাবু তাপস বড়ুয়া (কাজল).। উনাদের প্রস্তাবনা ও সমর্থন করেন বাবু সুশান্ত চৌধরী এবং কনক বড়ুয়া। সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি কে ফুল দিয়ে বরণ করেন,বিদর্শন, সবুজ ও সজল বড়ুয়া। সমবেত প্রার্থনা পাঠ করেন বাবু চানক্য বড়ুয়া। নব নির্বাচিত কার্যকরী কমিটির পাঁচ সদস্য সভাপতি বাবু তড়িৎ সাধারণ সম্পাদক বাবু সুজিত রিজু, সাংগঠনিক সম্পাদক বাবু সুজন, অর্থ সম্পাদক বাবু রীজেন, ধর্মীয় সম্পাদক বাবু স্বপন বড়ুয়াকে শপথ বাক্য পাঠ করান, প্রধান উপদেষ্ঠা বাবু তাপস বড়ুয়া ( কাজল)। নব নির্বাচিত কার্যকরী কমিটির পাঁচ সদস্যকে ফুল দিয়ে বরন করেন শংকর, দীপায়ন, শুভল, নিউটন, অলোক বড়ুয়া। নব নির্বাচিত কার্যকরী কমিটির পাঁচ সদস্য ও শুভেচ্ছা বক্তব্য রাখেন। উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠান ও আলোচনা সভায় যারা বক্তব্য রাখেন যথাক্রমে, বাবু দুলাল,বাবু তাপস কাজল,বাবু চানক,বাবু রুপন,বাবু জিনুরত্ন,বাবু,সুমন(১) প্রমুখ। সভার শেষে বিদায়ী সাবেক সভাপতি বাবু অরুপ বড়ুয়া অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন এবং নব নির্বাচিত কার্যকরী কমিটির পাঁচ সদস্যদের দেওয়া, সবাই নৈশভোজন করেন।