বিবর্তন ডেস্ক: চ্যানেল আই এর সেরাকন্ঠ ২০১৭ এ প্রতিভাবান কণ্ঠশিল্পী জনি বড়ুয়া ক্যাম্প রাউণ্ডে স্থান করে নিয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) তিন বিচারকের উপস্থিতিতে এ ফলাফল ঘোষনা করা হয়।যারা জনি বড়ুয়ার এ বিজয়ে ভোটের অংশীদার সবাইকে অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন জনি বড়ুয়া । ঢাকায় অনুষ্টিত প্রতিযোগীতা পূর্ন গ্রাউন্ড অডিশন রাউন্ডের ৬৫ জন উন্নীত হন। পরবর্তীতে ২১ জন সরাসরি ক্যাম্প রাউন্ডে চলে যান। বাকী ১৯ জন ডেঞ্জার জোনে থেকে যান তাদের মধ্যে জনি বড়ুয়া একজন।
ছোট বেলায় থেকেই সংগীত প্রিয়তা ছিল শিল্পী জনি বড়ুয়ার। বাবা অমল বড়ুয়া ছিলেন একজন বংশীবাদক আর মা শেলী বড়ুয়া ছিলেন রবীন্দ্র সংগীত শিল্পী। বাবা-মা ও বড় ভাই যন্ত্র শিল্পী (তবলা) লুকেন বড়ুয়া ববির হাত ধরেই সংগীত জগতে পদার্পন।পরবর্তীতে ওস্তাদ মিহির লালা, আর্য সংগীতের ওস্তাদ ভূপতি স্যার এবং বর্তমানে ওস্তাদ রশীদ খান সংগীত একাডেমীতে ওস্তাদ মনীষ চেীধুরীর কাছে উচ্চাঙ্গ সংগীতের তালিমে রয়েছেন। এছাড়াও গীতিকার ও সুরকার অশ্রু বড়ুয়া রুপকের কাছে বিশেষ আধুনিক গানের গায়কীর তালিম নিচ্ছেন।
সংগীত জীবনে যখন শিল্পী জনি বড়ুয়া বিকাশ লাভ শুরু করে ঠিক তখনি (২০০৬ সালে), তাঁর বাবার মৃত্যু তাকে ব্যথিত করে।তাঁর বাবার বড় স্বপ্ন ছিল ছেলে একজন প্রতিভাবান ও জনপ্রিয় সংগীত শিল্পী হবে। তাঁরই ধারাবাহিকতায় বাবার স্বপ্নপূরণের লক্ষ্যে শিল্পী জনি বড়ুয়া আজ অবদি প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছে।