বিবর্তন ডেস্ক: চ্যানেল আই এর সেরাকন্ঠ ২০১৭ এ প্রতিভাবান কণ্ঠশিল্পী মৌমিতা বড়ুয়া চ্যানেল আই সেরা কণ্ঠে সবচেয়ে বেশী ভোট পেয়ে ক্যাম্প রাউণ্ডে স্থান করে নিয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) তিন বিচারকের উপস্থিতিতে এ ফলাফল ঘোষনা করা হয়। যারা মৌমিতার এ বিজয়ে ভোটের অংশীদার সবাইকে অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন মৌমিতা বড়ুয়া । ঢাকায় অনুষ্টিত প্রতিযোগীতা পূর্ন গ্রাউন্ড অডিশন রাউন্ডে ৬৫ জন উন্নীত হন। পরবর্তীতে ২১ জন সরাসরি ক্যাম্প রাউন্ডে চলে যান। বাকী ১৯ জন ডেঞ্জার জোনে থেকে যান তাদের মধ্যে মৌমিতা বড়ুয়া একজন।
শিল্পী মৌমিতা বড়ুয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশনশীপ বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী। পিতা ত্রিদিব বড়ুয়া রানা একজন গুনী সংগীত শিল্পী। মা রিক্তা বড়ুয়া একজন আইনজীবী। ছোট বোন সুস্মিতা বড়ুয়া রিচি ও একজন সংগীত শিল্পী।
ছোটবেলা থেকে বাবার হাতেই মৌমিতার গানের হাতেখড়ি। এর পর তালিম নিয়েছেন অনুপ্রভা বড়ুয়া লিনা কাছে। বর্তমানে ৮/৯ বছর ধরে সুব্রত দাশ অনুজের কাছে গানের তালিম নিচ্ছেন।
উল্লেখ্য গত ১৯ মে শুক্রবার চট্টগ্রামের ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজে সেরাকন্ঠ ২০১৭ এর প্রাথমিক অডিশন অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম বিভাগের কয়েক হাজার শিল্পী অংশ গ্রহন করে। চট্টগ্রাম রাউন্ডে উত্তীর্ণরাই ঢাকার ইয়েস কার্ড পেয়েছে।