লন্ডন: এবছর পুরস্কার বুকার পেলেন আমেরিকান বৌদ্ধ লেখক জর্জ স্যান্ডার্স৷ উপন্যাস ‘লিঙ্কন ইন দ্য বারদো’ লিখেই এই পুরস্কারের জন্য মনোনীত হলেন তিনি৷ লেখকের হাতে পুরস্কার তুলে দেন ডাচেস অফ কেমব্রিজ কেট উইলিয়াম৷ সেই সঙ্গে ৫০ হাজার পাউন্ড অর্থমূল্য পান তিনি৷ দ্বিতীয় আমেরিকান হিসাবে এই পুরস্কার পেলেন জর্জ স্যান্ডার্স৷
জর্জ স্যান্ডার্স একজন বৌদ্ধ, এবং তার উপন্যাস লিঙ্কন ইন দ্য বারদোর’, মধ্যে তিব্বতি বৌদ্ধ ধারণা যুক্ত মৃত্যু এবং জীবনের উপর ভিত্তি করে লিখিত।
আমেরিকার গৃহযুদ্ধের ঠিক এক বছর আগের সময়কাল অর্থাৎ ১৮৬২ সালকে জর্জ স্যান্ডার্স তার ‘লিঙ্কন ইন দ্য বারদো’ উপন্যাসের জন্য বেছে নিয়েছেন৷ নাম থেকে স্পষ্ট আমেরিকার প্রথম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনকে কেন্দ্র করে বুনেছেন গল্পের জাল৷ ঐতিহাসিক ঘটনাকে তুলে ধরার পাশাপাশি আশ্রয় দিয়েছেন নিজের কল্পনাকেও৷ উপন্যাসে উঠে এসেছে লিঙ্কনের ছোট ছেলের কথা৷
গতবছর আমেরিকান লেখক পল বেট্টির লেখা ‘দ্য সেলআউট’ উপন্যাসটি বুকার পায়৷ এই বছর ফের মার্কিন ঝুলিতেই গেল সাহিত্যের অন্যতম সম্মানীয় পুরস্কার৷ এর আগে বুকার পুরস্কার ব্রিটিশ কমনওয়েলথভুক্ত দেশের সাহিত্যিকদের দেওয়া হত৷ ২০১৪ সালের পর সেই প্রথা তুলে দেয় বুকার কমিটি৷