প্রেস বিজ্ঞপ্তি: পবিত্র আষাঢ়ী পূর্ণিমা হতে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস পবিত্র বর্ষাব্রত পালন শেষে কঠিন চীবর দানোৎসবকে কেন্দ্র করে প্রতিটি বৌদ্ধ জনপদে বৌদ্ধ জনসাধারন তথাগত সম্যক সম্বুদ্ধের অমিয় ধর্মসূধা “বহু জন হিতায়, বহু জন সুখায়” এই অমৃত বাণী শোনার জন্য উদগ্রীব হয়ে থাকে। সাথে সাথে কঠিন চীবর দানকে আত্নীয়-স্বজনদের মাহা মিলনের ক্ষেত্র তৈরি করে। তারই ধারাবাহিকতায় আগামী ২৭ অক্টোবর ২০১৭ খ্রিস্টাব্দ, ২৫৬১ বুদ্ধাব্দ শুক্রবার সিলেট বৌদ্ধ সমিতির আয়োজনে সিলেট বৌদ্ধ বিহারে দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দানোত্তম শুভ কঠিন চীবর দানানুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ সভাপতি ও রাউজান জ্ঞানানন্দ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ জ্ঞানানন্দ মহাথের মহোদয়।
এতে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন সিলেট সিটি কর্পোরেশন, সিলেট এর মাননীয় মেয়র জনাব মোঃ আরিফুল হক চৌধুরী।
বিশেষ অতিথির আসন অলংকৃত করবেন সেইছা বিশ্ববিদ্যালয় জাপান এর অধ্যাপক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু) এর প্রাক্তন বিশেষ প্রকল্প পরিচালক ড.সুমন বড়ুয়া।
বিশেষ অতিথির আসন অলংকৃত করবেন সিলেট সিটি কর্পোরেশন ৮ নং ওয়াড এর কাউন্সিলর জনাব মোঃ ইলিয়াছুর রহমান (ইলিয়াছ)।
সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ধর্মীয় সম্পাদক ও আবুরখীল কেন্দ্রীয় বিহার এর অধ্যক্ষ শ্রীমৎ অরুনানন্দ মহাথের,বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক ও আবুরখীল অজান্তা বিহার এর অধ্যক্ষ শ্রীমৎ পরমানন্দ মহাথের ,সিলেট বৌদ্ধ বিহার এর অধ্যক্ষ শ্রীমৎ সংঘানন্দ থের, উওর জয়নগর বোধিদ্রুম বিহার এর অধ্যক্ষ শ্রীমৎ মেত্তানন্দ ভিক্ষু মহোদয়।
প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মহানগর সার্বজনীন বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ শ্রীমৎ শাসন বংশ থের মহোদয়।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বাঙালী মুলনিবাসী ইউনিয়ন এর আহবায়ক প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া এফ. আই.ই.বি ।
সভায় স্বাগত বক্তব্য রাখবেন সিলেট বৌদ্ধ সমিতি , সিলেট এর সভাপতি বাবু অরুন বিকাশ চাকমা।
আহবায়কের বক্তব্য রাখবেন দানোত্তম শুভ কঠিন চীবর দান উদযাপন কমিটির আহবায়ক বাবু দিলীপ বড়ুয়া।
সম্পাদকের বক্তব্য রাখবেন সিলেট বৌদ্ধ সমিতি , সিলেট এর সাধারণ সম্পাদক বাবু উৎফল বড়ুয়া।
এতে আরো উপস্হিত থাকবেন প্রাজ্ঞ ভিক্ষু-সংঘ ও বিদ্গ্ধ আলোচকবৃন্দ।
উক্ত দানানুষ্ঠানে আপনাদের সশিষ্য / সবান্ধব/ সপরিবারে মৈত্রীময় উপস্থিতি একান্ত ভাবে কামনা করা হয়েছে।