পূর্ণ্য তীর্থ পূর্ব বিনাজুরী গ্রামের ধার্মিক উপসিকা নিয়তি রানী বড়ুয়া চলে গেলেন না ফেরার দেশে
নিজস্ব প্রতিবেদক : রাউজান থানার অন্তর্গত পূর্ব বিনাজুরী গ্রামের বিশিষ্ট সমাজ সেবক বাবু ক্ষিতিশ বড়ুয়ার সহধর্মিনী ধার্মিক উপসিকা নিয়তি বড়ুয়া আজ মংগলবার (১৭ অক্টোবর) দুপুর ০২.৩৫ মিনিটে ৫৫ বছর বয়সে ক্যান্সারজনিত কারনে নিজ বাড়ীতে পরলোকে গমন করেন। মৃত্যুকালে তিনি স্বামী , দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে যান।
আগামীকাল ১৮ অক্টোবর ২০১৭ইং,বুধবার বিকাল ২.০০ ঘটিকায় নিজ বাড়ীতে অনিত্য সভা অনুষ্ঠিত হবে।অনিত্য সভা শেষে পারিবারিক শশ্মানে শেষকৃত্য অনুষ্ঠান সুসম্পন্ন করা হবে।
উল্লেখ্য, পরলোকগত নিয়তি বড়ুয়া ভিন্ন ধারার বুদ্ধ চর্চার নান্দনিক কাগজ বিবর্তন পরিবারের সদস্য স্বদেশ বড়ুয়া (ফ্রান্স প্রবাসী) ও রাজেস বড়ুয়ার মমতাময়ী মা।
ভিন্ন ধারার বুদ্ধ চর্চার নান্দনিক কাগজ বিবর্তন সম্পাদনা পরিষদের এক বার্তায় গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।