সীতাকুন্ডের পন্থিছিলায় প্রতি বছরের ন্যায় এবারও বৌদ্ধদের জাতীয় ও ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দান পালিত হয়েছে। তবে এবার ব্যতিক্রমীভাবে এই উৎসব পালিত হয়েছে। দুই দিন ব্যাপি এই অনুষ্ঠানের প্রথম দিনে বৌদ্ধদের ধর্মীয়গুরু ভান্তেদেরকে কাপড় দান উপলক্ষ্যে পন্থিছিলা সার্বজনীন শ্মশান বিহারের দায়কদায়িকা বৃন্দের উদ্যোগে সুদূর বান্দরবান থেকে আগত পঞ্চাশজন বুননশিল্পীদের মাধ্যমে কাপড় তৈরির অনুষ্ঠান আয়োজন করেন। এরকম একটি সৃজনশীল কাজের জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন। কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তির সাথে কথা বলে জানা যায় যে,বর্তমানে ছাত্র-ছাত্রীরা কাপড় বুনন সম্পর্কে বই-পুস্তকে পড়লেও স্বচক্ষে দেখেনি তাদের ্এই আয়োজনের মধ্য দিয়ে অসংখ্য সাধারণ মানুষ ও ছাত্র-ছাত্রীর সরাসরি কাপড় বুনন দেখার সুযোগ হয়েছে। অনুষ্ঠানের সমাপনী দিনে দূর দূরান্ত থেকে আগত বৌদ্ধ ভিক্ষুরা কঠিন চীবর দানের তাৎপর্য আলোচনা করেন। ভিক্ষুরা দানের মাধ্যমে জীবনকে পূণ্যময় করে গড়ে তোলার দিক নির্দেশনা প্রদান করেন। আমন্ত্রিত ভিক্ষুরা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে বৌদ্ধের অনুশাসন মেনে চলারও তাগিদ দেন। উক্ত অনুষ্ঠানে অত্র এলাকার কৃতি সন্তান চট্টগ্রাম সরকারি সিটি কলেজের গণিত বিভাগের সহকারি অধ্যাপক সঞ্জয় বডুয়াকে উদযাপন পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় । অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির পাশাপাশি উপস্থিত ছিলেন অনুষ্ঠান উদযাপন পরিষদের সভাপতি বাবু অমিয় কান্তি বডুয়া,সাধারণ সম্পাদক উজ্জ্বল বডুয়া বলাই ও স্বেচ্ছাসেবক প্রধান পলাশ বডুয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৌদ্ধ ছাত্র ও যুব পরিষদের সমন্বয়ক রিয়েল বডুয়া।