উজ্জ্বল কান্তি বড়ুয়া: পবিত্র আষাঢ়ী পূর্ণিমা হতে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস পবিত্র বর্ষাব্রত পালন শেষে কঠিন চীবর দানোৎসবকে কেন্দ্র করে প্রতিটি বৌদ্ধ জনপদে বৌদ্ধ জনসাধারন তথাগত সম্যক সম্বুদ্ধের অমিয় ধর্মসূধা “বহু জন হিতায়, বহু জন সুখায়” এই অমৃত বাণী শোনার জন্য উদগ্রীব হয়ে থাকে। সাথে সাথে কঠিন চীবর দানকে আত্নীয়-স্বজনদের মাহা মিলনের ক্ষেত্র তৈরি করে। তারই ধারাবাহিকতায় আগামি ২১ অক্টোবর ২০১৭ খ্রিস্টাব্দ, ২৫৬১ বুদ্ধাব্দ শনিবার বেলা ২.০০ ঘটিকায় রাউজান উপজেলাধীন পূর্বগুজরাস্থ ধূমারপাড়া আনন্দ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হতে যাচ্ছে দানোত্তম শুভ কঠিন চীবর দানানুুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে আশীর্বাদক হিসাবে উপস্থিত থেকে আশীর্বাণী প্রদান করবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সুযোগ্য সহ উপ-সংঘনায়ক ভদন্ত আনন্দমিত্র মহাথের মহোদয়, সভার সভাপতিত্ব করবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সম্মনিত সভাপতি সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথের মহোদয়, বিহার অধ্যক্ষ, প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম-মহাসচিব প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথের মহোদয়, প্রধান ধর্মদেশক হিসাবে উপস্থিত থেকে ধর্মসূধা বিতরণ করবেন খৈয়াখালী ধম্মবিজয়ারাম বিহারেরর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত উ পঞ্ঞা চকক মহাথের মহোদয়, অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করবেন অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ’র সুযোগ্য মহাসচিব, বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের অভিবাবক, মহাত্না গান্ধী পুরস্কারে ভূষিত ভদন্ত সুমিত্তানন্দ থের মহোদয়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যথাক্রমে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপদষ্ঠা ভদন্ত দেবানন্দ মহাথের মহোদয়, সুদর্শন মহাবিহারে মহাধ্যক্ষ ভদন্ত জ্ঞানবিরিয় মহাথের মহোদয়, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যথাক্রমে ১০ নং পূর্বগুজরা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম আব্বাস উদ্দিন আহমেদ সাহেব, ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান লায়ন শাহাব উদ্দিন আরিফ সাহেব, ১০ নং পূর্বগুজরা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড এর সুযোগ্য ইউ পি সদস্য মি. ফুটন বড়ুয়া মহোদয়, সম্মানিত ধর্মদেশক হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু সম্মিলনীর সাধারণ সম্পাদক ভদন্ত অনুরুদ্ধ থের মহোদয়, সম্মানিত আলোচক হিসাবে হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশী বৌদ্ধ সমিতি – কুয়েত এর সাধারণ সম্পাদক মি. বাবুল বড়ুয়া, স্বাগত ভাষণ প্রদান করবেন ধূমারপাড়া আনন্দ বিহার’র ভদন্ত জ্ঞানেন্দ্রিয় ভিক্ষু মহোদয়।
সকাল ৯.০০ ঘটিকায় সদ্ধর্মালোচনা ও সংঘদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ উপ-সংঘনায়ক ভদন্ত আনন্দমিত্র মহাথের মহোদয়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সম্মনিত সভাপতি সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথের মহোদয়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ছাদাঙ্গরখীল পূর্বারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত দেববংশ থের মহোদয়, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুর – চট্রগ্রাম উত্তর জেলা শাখার শিক্ষা ও সাহিত্য সম্পাদক ভদন্ত সুমনানন্দ থের মহোদয়, রামদাশ বিহারের অদ্যক্ষ ভদন্ত করুনানন্দ ভিক্ষু প্রমূখ। এতে আরো উপস্হিত থাকবেন প্রাজ্ঞ ভিক্ষু-সংঘ ও বিদ্গ্ধ আলোচকবৃন্দ।
উক্ত দানানুষ্ঠানে আপনাদের সশিষ্য / সবান্ধব/ সপরিবারে মৈত্রীময় উপস্থিতি একান্ত ভাবে কামনা করেছেন দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপন কম১৭, ধূমারপাড়া আনন্দ বিহার পরিচারনা কমিটি ও গ্রামবাসীবৃন্দ।