নিজস্ব প্রতিবেদক : বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে শিল্প-সংস্কৃতি-সভ্যতার প্রাণকেন্দ্র ফ্রান্সে প্যারিসের অদুরে লাকুরনভ ধাম্মাচাক্কা শ্রীলংকান বিহারে হাজারো পূণ্যার্থীর অংশগ্রহণে রবিবার (১৫ অক্টোবর) দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়।সর্বজন শ্রদ্ধেয় শ্রীলকান বৌদ্ধ ভিক্ষু ভদন্ত আনন্দ নায়ক থের মহোদয়ের আহবানে সাড়া দিয়ে প্রতিবারের মত এবারও ফ্রান্সে বসবাসরত বাংলাদেশ, ফরাসী শ্রীলংকা, কম্ভোডিয়ান সহ বিভিন্ন দেশের পূন্যাথী বৌদ্ধদের সমাগমে এক অভুতপূব্য মিলন মেলায় পরিণত হয়।দিন ব্যাপী এই ধর্মসভায় সভাপতিত্ব করেন ভদন্ত জ্ঞানীচারা নায়ক থের মহোদয়। অন্যান্যদের মধ্যে ভদন্ত আমিতা নায়ক থের, ভদন্ত ইন্দ্রচারা নায়ক থের, ভদন্ত জ্যোতিসার থের, ভদন্ত কল্যানপ্রিয় ভিক্ষু, ভদন্ত বুদ্ধপ্রিয় ভিক্ষু প্রমুখ উপস্থিত ছিলেন।ভোর হতে শুরু হওয়া দিনব্যাপী এ অনুষ্টানে শীল গ্রহণ, বুদ্ধপূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, , কল্পতরু দান, ধর্মীয় শোভাযাত্রা , সবশেষ বহ আকাঙ্ক্ষিত কঠিন চীবর দান সহ নানা আয়োজনে সমৃদ্ধ ছিল।প্রবাসে অবস্থান ও নানা প্রতিকূলতা সত্ত্বেও দানশ্রেষ্ঠ এ কঠিন চীবর দান পূণ্যোৎসবের আয়ােজন এবং অংশগ্রহণ করে পেরে পূণ্যার্থী উপাসক-উপাসিকাদের আনন্দের স্ফুরণ ছিল দেখার মত। পূজনীয় ভিক্খুসংঘরাও কঠিন চীবর দানের পূণ্যবার্তায় সকলের প্রতি মৈত্রী-করুণা চিত্তে আশীর্বাদ-পূণ্যদান করেন। পাশাপাশি নিরবচ্ছিন্ন নানা অবক্ষয় ও অস্থির পৃথিবীতে শান্তির সুবাতাস প্রবাহিত হোক এ শুভ কামনা বিশ্বশান্তি প্রার্থনা করেন।