ফটিকছড়ি উপজেলার বিবিরহাট থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে আমতল এর পূর্বপাশ্বে আদর্শগ্রাম বা গুচ্ছ গ্রাম, “উত্তর পাইন্দং সংঘরাম” বিহারে হামলার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায় বৃহস্পতিবার (১২ অক্টোবর) অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বিকাল ০৪টার সময় উক্ত বিহারটিতে আকষ্মিক হামলা চালায়। হামলায় ৫ ফুট বুদ্ধ মূর্তির শরীরে আঘাত করা হয়। হামলার সময় দূর্বৃত্তরা শুধু ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি , অতি মূল্যবান বুদ্ধ মূর্তিও লুট করে নিয়ে গেছে।
সুত্র জানায় যাওয়ার সময় একটি মহামূল্যবান ত্রিপিটকের অনেক খন্ড চুরি, নষ্ট ও দান বক্সে রক্ষিত টাকা পয়সা লুট করে নিয়ে যায় ওই দূর্বৃত্তরা।
এদিকে এ খবর চারিদিকে জানান হলে মানুষের মধ্যে আতংকের সৃস্টি হচ্ছে।