বিবর্তন ডেস্ক: বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য উপ-সংঘরাজ, ঐতিহ্যবাহী মহামুনি মহানন্দ সংঘরাজ বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ, শাসনস্তম্ভ, বিচিত্র ধর্মকথিক, ভদন্ত ধর্মপ্রিয় মহাথেরো মহোদয় অষ্ট্রেলিয়া অবস্থানরত বৌদ্ধ জনসাধারণের আমন্ত্রনে ৩০ দিনের সফরে আজ শনিবার (১৪ই অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৫ টায় অষ্ট্রেলিয়া পৌঁছেছেন।
সেখানে পৌছলে অষ্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশী বৌদ্ধরা উনাকে স্বাগত জানান।
তিনি ২২ অক্টোবর রবিবার বাংলাদেশ অষ্টেলিয়া বুড্ডিস্ট সেন্টারের দানোত্তম শুভ কঠিন দানানুষ্টানে যোগদান সহ
অষ্টেলিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান সমুহ পরিদর্শন করবেন।