বিবর্তন ডেস্ক: রাউজানের ঐতিহ্যবাহী পাহাড়তলী গ্রামে কয়েকশ বছরের প্রাচীন মহামুনি মন্দিরেদানোত্তম শুভ কঠিন চীবর দানানুষ্ঠান ও নবনির্মিত উপাসনালয়ের মাংগলিক উদ্ধোধন যথাযোগ্য ধর্মীয় মর্যদায় সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) ’দিন ব্যাপী এই ধর্মসভায়
সভাপতিত্ব করেন উপসংঘনায়ক প্রিয়শীলী অধ্যাপক বনশ্রী মহাথের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংঘনায়ক, একুশে স্বর্ণ প্রদক প্রাপ্ত এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি শুদ্ধানন্দ মহাথেরো। উদ্ভোধনী বক্তব্য প্রদান করেন লায়ন রুপম কিশোর বড়ুয়া।
উপজেলার কয়েকশ বছরের প্রাচীন মহামুনি মন্দিরে কঠিন চীবর দান ও একটি ভবন উদ্বোধন উপলক্ষে ওই হেলিকপ্টার করে আসেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি সংঘনায়ক ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরসহ ৫জনের একটি দল। হেলিকপ্টারটি প্রথমে মহামুনিতে অবতরণ করার কথা ছিল। গাছগাছালির জন্য সেখানে অবতরণ করতে না পারায় পরবর্তিতে সেটি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)’এ অবতরণ করে। তবে সেখানে অবস্থানের অনুমতি না থাকায় পরবর্তিতে সেটি রাউজান পিংক সিটি–২’এ অবতরণ রাখা হয় হেলিকপ্টারটি।’
এদিকে আকস্মিকভাবে হেলিকপ্টার দেখে পিংক সিটিতে দেখতে পেয়ে স্থানীয়রা তা দেখতে সেখানে ভিড় করেন। কেউ কেউ হেলিকপ্টার নিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। কেউ সেটির সীটে বসেও ছবি তোলেন। জানা যায়, হেলিকপ্টারটি বিকেল চারটায় পুণরায় যাত্রীদের নিয়ে ফিরে যান। হেলিকপ্টারটি পিএচপি গ্রুপের বলে জানা গেছে।