প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশী বৌদ্ধ সমিতি কুয়েত উপদেষ্টা পরিষদের উদ্যোগে আগামী ২০১৭-২০১৯ নব নির্বাচিত কার্যকরি কমিটির শপথ গ্রহন অনুষ্টান শুক্রবার (১৩ অক্টোবর) বিকাল ৫ ঘটিকায় কুয়েত সিটির নিউ রাজধানী হোটলে আনন্দ উল্লাসের মধ্যে সম্পন্ন হয়।অনুষ্ঠান শুরুতেই মঙ্গলাচরণ করেন চন্দন বড়ুয়া।উপদেষ্টা দুলাল বড়ুয়া,র সাবলীন উপস্হাপনায়, প্রধান উপদেষ্টা সন্তোষ বড়ুয়া’র সভাপতিত্বে অনুষ্টানে অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সর্ব উপদেষ্টা দেবপূর্ণ বড়ুয়া, দীলিপ বড়ুয়া,নরেশ বড়ুয়া।অতিথিদের, নবনির্বাচিত কার্যকরি কমিটি ও বিগত বিদায়ী কমিটি কে পুস্পমাল্য দিয়ে বরণ ও শুভেচ্ছা জানান যথাক্রমে – স্বপন বড়ুয়া,সংঘতরু বড়ুয়া,সুভাষ বড়ুযা,ভোলন বড়ুয়া,জয়সেন বড়ুয়া,টিটু বড়ুয়া,স্বদেশ বড়ুয়া,সজল বড়ুয়া,মিলন বড়ুয়া,রয়েল বড়ুয়া।
উদ্বোধনী ও স্বাগত বক্তব্য, বিদায়ী সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন যথাক্রমে-উপদেষ্টা- উওম বড়ুয়া,সাবেক সাঃ সম্পাদক বিনয় প্রসাদ বড়ুয়া।গত ০৮/০৯/২০১৭ অনুষ্টিত নির্বাচনে বিজয়ী দের শপথ বাক্য পাঠ করান প্রধান উপদেষ্টা সন্তোষ বড়ুয়া।২০১৭-২০১৯ পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা ও শপথ বাক্য করান নবনির্বাচিত সভাপতি অশোক বড়ুয়া।পঞ্চশীল পরিচালনা করেন নবনির্বাচিত ধর্মীয় সম্পাদক উওম বড়ুয়া(২)।
সদ্ধর্মের অগ্রগতি ও মানবতায় আমরা বদ্ধপরিকর এই স্লোগান কে সামনে রেখে, সংগঠনের কার্যক্রম কে আরো শ্রীবৃদ্ধি করার আশাবাদ ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করে প্রতিক্রিয়া প্রকাশ করেন প্রধান উপদেষ্টা নরেশ বড়ুয়া, নবনির্বাচিত -সভাপতি অশোক বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক স্বপন বড়ুয়া,অর্থ সম্পাদক সুশান্ত বড়ুয়া,সহ- সভাপতি লিটন চৌধুরী,সহ-সাধরণ সম্পাদক রুবেল বড়ুয়া,সুমন রাজ বড়ুয়া,সহ- সাংগঠিক সম্পাদক দীপন বড়ুয়া হিসাব নিরক্ষক সম্পাদক বাবুল বড়ুয়া (১)প্রমুখ।
পরিশেষে উৎসবের আমেজে উপস্হিত সকলকে নব নির্বাচিত কার্যকরি কমিটির সৌজন্য এক নৈশ ভোজের মধ্যে অনুষ্টানের পরিসমাপ্ত হয়।