বিবর্তন ডেস্ক: ঐতিহাসিক রামু রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহারে অাগামীকাল ১৩ অক্টোবর ২০১৭ ইং রোজ শুক্রবার, প্রতিবছরের ন্যায় এবছরও মহাসমারোহে অনুষ্ঠিত হবে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ২০১৭।
দিনব্যাপী আয়োজনে বিকেলে উপসংঘরাজ পণ্ডিত সত্যপ্রিয় মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
প্রধান ধর্ম দেশক থাকবেন অধ্যাপক ড. জিনবোধি মহাথের, সহ প্রধান ধর্ম দেশক হিসেবে থাকবেন কুশলায়ন মহাথের, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ডা. উত্তম বড়ুয়া।
উক্ত মহান পুণ্যময় অনুষ্ঠানে সকলকে অামন্ত্রন জানিয়েছেন রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহারের মহাপরিচালক কে.শ্রী জ্যোতিসেন থের।