বিবর্তন ডেস্ক: বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে শিল্প-সংস্কৃতি-সভ্যতার প্রাণকেন্দ্র ফ্রান্সে প্যারিসের অদুরে লাকুরনভ ধাম্মাচাক্কা শ্রীলংকান বিহারে ১৫ অক্টোবর রবিবার দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র সূত্র পাঠের মাধ্যমে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, অষ্টপরিস্কার দান, মহতী সংঘদান, সদ্ধর্মসভা। সবশেষে রয়েছে বহু আকাঙ্ক্ষিত কঠিন চীবর দান।
উক্ত অনুষ্টানে পন্ডিত ভিক্ষু সংঘ উপস্থিত থাকবেন।
এ মহান দানময়, শীলময় পুণ্যময় অনুষ্টানে ফ্রান্সে অবস্থানরত সকলের উপস্থিতি কামনা করেছেন সর্বজন শ্রদ্ধেয় ভদন্ত, কে আনন্দ নায়ক থের।