প্রেস বিজ্ঞপ্তি:গত ৭ই অক্টোবর রোজ শনিবার ২০১৭ইংরেজী তারিখে ক্যালিফোর্ণিয়া অংগরাজ্যের লং বীচ নগরস্থ বাংলা-আমেরিকা বুড্ডিষ্ট ফেলোশীপ (সম্বোধি বিহার)-এ শুভ দানোত্তম কঠিন চীবর দান উৎসব সাড়ম্বরে উদযাপিত হয় । এতে শ্রীলংকান, কম্বোডিয়া, থাইল্যান্ড,ভিয়েতনাম প্রভৃতি দেশীয় অষ্টদশাধিক পণ্ডিত প্রাজ্ঞ স্থবির মহাস্থবির ভিক্ষু ও স্বার্ধদ্বীশতাধিক শ্রদ্ধাবান দায়ক দায়িকা, তরূণ তরূণী, যুবক যুবতী ও শিশুদের উপস্থিতিতে বিহার প্রাঙ্গন আত্মীয় পূর্নমিলণের মেলায় পরিণত হয় । হেমন্তের প্রখর রৌদ্র দ্বীপ্রহরে প্রখরতর হওয়ার সাথে সাথে সকলের প্রাণে বয়ে চলে সৌর্হাদ্যে মৃদু মন্দ মহাশান্তি মহাপ্রেমের ফল্গুধারা – দেশের চিরাচরিত কঠিন চীবর দানোৎসবের আনন্দ উৎসব আমেজ । ছোট শিশুদের অকিতৃম হাসাহাসি আর দৌড়ঝাপ জৈষ্ঠদের মনে এনে দেয় শৈশবের স্মৃতি । সম্বোধি বিহারের ছাত্র-ছাত্রীদের উদবোধণী সঙ্গীতের পর ধর্মসভা শুরু হয় । প্রকৌশলী কিরণ বিকাশ বড়ুয়া তার উদবোধনী ভাষণে সম্বোধি বিহারের সংক্ষিপ্ত ধারাবিবরণি ও সকলের বিহারন্নোয়ণে এগিয়ে আসার আহ্বাণ জানান । সভা সষ্ণালণায় ছিলেন বাবু অশোক কুমার বড়ুয়া ও তাকে সহায়তায় ছিলেন বাবু পলাশ বড়ুয়া ।সকালবেলায় ধর্মসভায় পষ্ণশীল প্রার্থনা করেণ বাবু সন্তোষ কুমার বড়ুয়া ও বিকালবেলায় পষ্ণশীল প্রার্থণা করেণ বাবু শিক্ষক অজিত বড়ুয়া । শীল প্রদান করেণ রাজকীয় পণ্ডিত ভদন্ত কোলিত মহাস্থবির । বুদ্ধপূজা পরিচালণা করেণ ভদন্ত ধম্মপিতী স্থবির । ধর্মদেশনা এবং চীবরদান ও পূণ্যানুমোদন পরিচালণা করেণ ভদন্ত রতনজ্যোতি স্থবির । কোলকাতা থেকে আগত ভদন্ত আয্যপাল স্থবিরের উস্বশিত ধর্মদেশণার পর অরেঞ্জ কাউন্টি গোল্ডেন ওয়েষ্ট কলেজের ইংলীশ ডিপার্টমেণ্ট-এর প্রধান ড. দিবাকর বড়ুয়া, বাবু ভূপাল বড়ুয়া, কর্নেল কিত্তীরঞ্জন চাকমা, অসিতি বড়ুয়া প্রভৃতিরা সূচিন্তিত বক্তব্য উপস্থাপন করেণ । সার্বিক তত্বাবধান ও সম্পাদকীয় বিবরণ পেশ করেণ অধ্যাপক অনুত্তর কুমার বড়ুয়া ।
সবশেষে বাবু উৎপল চৌধূরী, অনুত্ত বড়ুয়া, কাঁকন তালুকদার, নবনিতা বড়ুয়া, অশোক কুমার বড়ুয়া প্রভৃতিরা সঙ্গীত পরিবেষণ করেণ । ধন্যবাদ প্রদান করেণ বাবু প্রভাত বড়ুয়া । সভাপতির আসন অলংকৃত করেণ বিহারাধ্যক্ষ ড. লোকানন্দ ভিক্ষু ।