বিবর্তন ডেস্ক: বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উদ্যোগে উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীরদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।আজ ( ১১ অক্টোবর) বুধবার রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতি, সাতকানিয়া লোহাগাড়া বৌদ্ধ ভিক্ষু সমিতি, পূর্ণাচার ভিক্ষু সংসদ, চন্দনাইশ ভিক্ষু পরিষদ, নিজামপুর ভিক্ষু সমিতি,সপ্তগ্রাম শাসন কল্যাণ ভিক্ষু সমিতি, বাঁশখালী শাসন কল্যাণ ভিক্ষু সমিতির , আর্যবংশ ভিক্ষু সংস্হার , উখিয়া ভিক্ষু সমিতি, ফঠিকছড়ি অষ্টগ্রাম ভিক্ষু সমিতি বিশেষ ভাবে অংশগ্রহন করেন এবং সংহতি প্রকাশ করে দান প্রদান করেছেন বাংলাদেশ বাঙ্গালী মূলনিবাস ইউনিয়ন পক্ষে প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া । ত্রাণ বিতরণে উপস্হিত ছিলেন মহাসভার ধর্মীয় সম্পাদক সুমঙ্গল মহাথের, মহাসচিব এস.লোকজিৎ থেরো, নিজামপুর ভিক্ষুসমিতি কার্যকরী সভাপতি জিনালংকার মহাথের( সভাপতি সংঘরাজ ভিক্ষু মহামন্ডল),বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার হিসাব পরীক্ষক মৈত্রীপ্রিয় মহাথেরো, প্রচার সম্পাদক সুমনোপ্রিয় থেরো, পূর্ণাচার ভিক্ষু সংসদের সাধারণ সম্পাদক ড.সংঘপ্রিয় থেরো, চন্দনাইশ ভিক্ষু পরিষদের সভাপতি অধ্যাপক জ্ঞানরত্ন মহাথের, সাধারণ সম্পাদক প্রজ্ঞানন্দ থেরো,উকিয়া ভিক্ষু সমিতি র ধর্মপাল মহাথেরো, কুশলায়ন মহাথেরো,সংঘরাজ ভিক্ষু মহামন্ডল এর সাধারণ সম্পাদক বিপুলসেন থেরো, রামু অর্য্যবংশ ভিক্ষু সংস্হা জ্যোতিঃসেন ভিক্ষু, প্রজ্ঞানন্দ ভিক্ষু, সহ বিশিষ্ট ভিক্ষু, এইচ শীলজ্যোতি থেরো, দীপংকর থেরো,আনন্দপ্রিয় থেরো, প্রজ্ঞামিত্র ভিক্ষু, প্রমূখ।