চট্টগ্রাম: রোহিঙ্গা ইস্যু নিয়ে অং সাং সুচিকে ইঙ্গিত করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, ‘নোবেল পুরস্কার পাওয়া নেত্রীর দেশ মিয়ানমারে অমানবিক নির্যাতনের কাজ হবে কেউ ভাবিনি।’
আনুষ্ঠানিকভাবে নব প্রতিষ্ঠিত ঊনাইনপূরা লঙ্কারাম বিহারের দ্বারোদঘাটন
তিনি বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গাদের স্থান দিয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এখনো পর্যন্ত সার্বক্ষনিক সহায়তা দিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সব ধর্মের মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং দেশ স্বাধীন করতে ভূমিকা রেখেছেন। তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ধর্ম চর্চা করার মাধ্যমে শান্তির বানী সবার কাছে পৌঁছে দিতে হবে।
মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে পটিয়া উপজেলার ঊনাইনপুরা লঙ্কারাম বিহারে কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথি অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
একুশে পদকে ভূষিত উপসংঘরাজ সত্যপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়া আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী।
উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া, মঙ্গলাচারণ করেন জয়সেন ভিক্ষু, আশীর্বাদ জ্ঞাপন করেন বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ ড. ধর্মসেন মহাস্থবির, প্রধান জ্ঞাতি ছিলেন উপসংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবির, সংবর্ধিত অতিথি ছিলেন উয়্যান মিং, বাংলাদেশ বৌদ্ধ সমিতি ঢাকা অঞ্চলের সভাপতি স্বপন বড়ুয়া, জঙ্গলখাইন ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মদ ইদ্রিস, স্বাগত বক্তব্য দেন সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (রেজিষ্ট্রেশন) প্রভাস রঞ্জন বড়ুয়া, পঞ্চশীল প্রার্থনা করেন সুরঞ্জন তালুকদার, প্রধান ধর্মদেশক ছিলেন বসুমিত্র মহাস্থবির, প্রজ্ঞানন্দ মহাস্থবির, শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষক দীপ্তি কুমার বড়ুয়া, দেশপ্রিয় বড়ুয়া চৌধুরী, সাংবাদিক প্রণব বড়ুয়া অর্ণব, ধন্যবাদ জ্ঞাপন করেন তুষিত রঞ্জন বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাণেশ বড়ুয়া পিংকু ও সজীব বড়ুয়া ডায়মন্ড।
সকালের সংঘদান ও সোয়াইং গ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে নব প্রতিষ্ঠিত ঊনাইনপূরা লঙ্কারাম বিহারের দ্বারোদঘাটন এবং বিশিষ্ট সদ্ধর্মানুরাগী, শিল্পপতি, জেমস গ্রুপের কর্ণধার স্বপন বড়ুয়ার আন্তরিক পৃষ্ঠপোষকতায় নব বিহারে প্রতিষ্ঠিত মনোরম বুদ্ধমূর্তির জীবন্যাস করছেন মহামান্য দ্বাদশ সংঘরাজ পরম পূজ্য শ্রীমৎ ধর্মসেন মহাস্থবির।