সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে টেকনাফে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে বিশেষ আইনশৃংখলা সভা ও ওপেন হাউজডে অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর সোমবার বিকালে থানা ভবনের সম্মেলন কক্ষে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইন উদ্দিনের সভাপতিত্বে উপ-পরিদর্শক এসআই দিবাকরের সঞ্চালনায় অনুষ্টিত হয়। প্রধান অতিথির বক্তব্যে ড. একেএম ইকবাল হোসেন বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে যা যা করা দরকার পুলিশ বাহিনী সবসময় প্রস্তুত রয়েছে। প্রতিটি বৌদ্ধ মন্দির গুলোতে যেন সিসি ক্যামেরার আওতায় আনা হয় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আফরুজুল হক টুটুল, সহকারী পুলিশ সুপার (উখিয়া-টেকনাফ) সাকের্ল চাই লাউ প্রু মারমা, সহকারী পুলিশ সুপার (মহেশখালী) সাকের্ল রতন কুমার দাস সুপ্ত, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বাবুল ভৌমিক, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) শহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান মাওলানা নুর আহমদ আনোয়রি,হ্নীলা ইউপি চেয়ারম্যান,এইচকে আনোয়ার,বাহারছড়া ইউপি চেয়ারম্যান মাও: আজিজ উদ্দিন, হোয়াইক্যং ইউপি সদস্য হাজী জালাল আহমদ, টেকনাফ বৌদ্ধ বিহার ব্যবস্থাপনা কমিটির সাধারণ স¤পাদক হুই থুয়ে অং, খারাংখালী বৌদ্ধ বিহার ব্যবস্থাপনা কমিটির সাধারণ স¤পাদক অং সু চুয়ে,হোয়াইক্যং লাতুরিখোলা বৌদ্ধ বিহার ব্যবস্থাপনা কমিটির নেতা আব্দুলু চাকমা প্রমূখ। এসময় টেকনাফ পৌরসভা বৌদ্ধ বিহার ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা মং উইং মিন,টেকনাফ রাখাইন স্বর্ণকার দোকান মালিক সমিতির সভাপতি বাবু অং চৌধুরীসহ বৌদ্ধ সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।