মৃত্যু মানে সব কিছু শেষ হয়ে যাওয়া নয়। মৃত্যু মানে একটি জীবনের সমাপ্তি। রঙ্গমঞ্চের একটা দৃশ্যবদলের মতো। আবার নিয়ত দুঃখকে সাথে নিয়ে বয়ে বেড়ানো যেমন কষ্টসাধ্য তেমনি অসীমের পথটাও মসৃণ নয়! তাই বেঁচে থাকার প্রতি মূহুর্ত যা কিছু সুন্দর, যা কিছু মঙ্গল, যা কিছু ভাল… তার সাথে সখ্যতা করে জীবন চলা প্রয়োজন। এতে নিজের-অপরের সবার হিত সাধন হওয়ার পাশাপাশি মরেও অমরত্ব লাভ করা সম্ভব! আর জীবনের স্বার্থকতা মৃত্যুর পরও বেঁচে থাকার মধ্যে; অপরদিকে বেঁচে থেকেও মৃতবৎ জীবন দূর্লভ মানব জন্মের চুড়ান্ত ব্যর্থতা। তাই অসীমের পথে পাড়ি দেওয়ার পূর্বে বর্তমানকে রাঙাতে হবে শাশ্বত-সুন্দরে, হতে হবে জয়ী।
সময়ের বিবর্তনে দেখতে দেখতে এগার বছর অতিক্রান্ত হল, এ ভিন্নধারার বুদ্ধ চর্চার নান্দনিক কাগজ। সময়ের গতিধারায় নিউজ পোর্টাল হিসেবে নিজেকে জানান দিয়েছে www.bibartanonline.com নামে।
আমিত্ব, আত্নপ্রচার, নিজেকে জাহির করার প্রবণতা থেকে বেড়িয়ে, সত্যিকারের পরিচ্ছন্ন দায়িত্বশীল ভুমিকা রাখতে বদ্ধপরিকর।
শুরু থেকে যারা আমাদের সাথে ছিলেন, এখনো আছেন সকলের কাছে দায় স্বীকার করছি।
সকলের জয় হোক, আনন্দলোকে মংগলালোকে।