বিটু বড়ুয়া: জার্মানি,
জার্মানির বার্লিনে ডাস বুড্ডিসটিসেজ হাউসে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান শুভ কঠিন চীবর দানোৎসব গত রোববার (৮ অক্টোবর) উদ্যাপিত হয়েছে। প্রবারণা পূর্ণিমার পরদিন থেকেই বিশ্বের সকল বৌদ্ধ বিহারেই মাসব্যাপী এই কঠিন চীবর দানোৎসবের আয়োজন করা হয়।
দিনটি উদ্যাপন উপলক্ষে বিহার কমিটির পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল ধর্মীয় পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের প্রাতরাশ, বুদ্ধপূজা, প্রদীপ পূজা, শীল পালন ও সবশেষে ভিক্ষু সংঘের উদ্দেশ্যে বহু আকাঙ্ক্ষিত চীবর উৎসর্গ। কঠিন চীবর দানের অনুষ্ঠানে অংশ নিতে বার্লিনের সর্বস্তরের প্রবাসী বৌদ্ধ ধর্মাবলম্বীরা সকাল থেকেই বৌদ্ধ বিহারে সমবেত হন।বার্লিনপ্রবাসী চট্টগ্রামবাসী যিশু বড়ুয়া ও তাঁর সহধর্মিণী সুস্মিতা বড়ুয়া চম্পা জানান, শুভ কঠিন চীবর দানের দিনটি বাংলাদেশের বৌদ্ধদের একটি মহাআনন্দের দিন। খুব ভালো লাগত যদি পরিবার পরিজনকে নিয়ে এই পুণ্যময় দিনটি পালন করা যেত।
এ সময় বিহারাধ্য ভিক্ষু শীলাবংশ ও ভিক্ষু ধর্মমুনিন্দসহ আমন্ত্রিত ভিক্ষু আনন্দ ও ভিক্ষু শীলা সুমনাসহ অন্যান্য ভিক্ষুরা মানুষে মানুষে হানাহানি বন্ধ ও জগতের সকল প্রাণীর মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা করেন। পরে ভিক্ষু সংঘকে চীবর বা পরিধেয় বস্ত্র দান করার যে সুফল ও সকল প্রাণীর হিতে তথাগত সম্যক প্রচারিত ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে ধর্মদেশনা দেন।