প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি শুদ্ধানন্দ মহাথের।
মঙ্গলবার (১০ অক্টোবর) বিকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্টাডি ট্রাস্ট ও বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ আয়োজিত ‘রোহিঙ্গা সমস্যার জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্টাডি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ চৌধুরী। তিনি বলেন, ‘আমরা চাই, সত্বর এই রোহিঙ্গা সংকটের সমাধান হোক। আর মিয়ানমার সরকারের শুভবুদ্ধির উদয় হোক।’
আলোচনায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ , জনাব রাশেক রহমান,প্রফেসর ডা. উত্তম কুমার বডুয়া প্রমুখ বক্তব্য দেন।
মহাথেরোর বক্তব্যের পর অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘মহাথেরোর কথা সত্যি হোক। মানবতার জন্য, শান্তির জন্য যদি কাউকে নোবেল পুরস্কার দেওয়া হয়, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনারই তা পাওয়া উচিত।’