সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের ৬৫তম বার্ষিক সাধারণ অধিবেশনে “সংঘরাজ ভিক্ষু মহামন্ডল চিকিৎসা তহবিল” প্রবর্তন
এস প্রিয়পাল ভিক্কু:
পূজনীয় ভিক্ষুসংঘের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদানের নিমিত্তে সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের ৬৫তম বার্ষিক সাধারণ অধিবেশনে “সংঘরাজ ভিক্ষু মহামন্ডল চিকিৎসা তহবিল” প্রবর্তন করা হয়।
চিকিৎসা তহবিল গঠনকল্পে ভদন্ত বিপুলসেন থের মহোদয় সর্বপ্রথম ব্যক্তিগত পক্ষ থেকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) প্রদান করেন। একই সাথে মহান ভিক্ষুসংঘ ও সদ্ধর্মপ্রাণ দায়ক-দায়িকাবৃন্দের প্রতি পূজনীয় ভিক্ষুসংঘের চিকিৎসা সহায়তা প্রদানের লক্ষ্যে আর্থিক অনুদান প্রদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি।
যোগাযোগঃ
বিপুলসেন থের
সাধারণ সম্পাদকঃ
সংঘরাজ ভিক্ষু মহামন্ডল
মোবাইল নাম্বারঃ 01819917499