1. pragrasree.sraman@gmail.com : ভিকখু প্রজ্ঞাশ্রী : ভিকখু প্রজ্ঞাশ্রী
  2. avijitcse12@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
সোমবার, ০৫ জুন ২০২৩, ০৪:১৮ অপরাহ্ন

বাংলাদেশ বৌদ্ধ যুব সমাজের কমিটি গঠিত

প্রতিবেদক
  • সময় রবিবার, ৮ অক্টোবর, ২০১৭
  • ৪০৭ পঠিত

প্রেস বিজ্ঞপ্তি: গত ৭ ই অক্টোবর ২০১৭ইং শনিবার চট্রগ্রামের কাতালগঞ্জস্থ অস্থায়ী কার্যালয়ে সাধারন সভার মাধ্যমে গঠন করা হয়েছে বাংলাদেশ বৌদ্ধ যুব সমাজ সংগঠন এর কেন্দ্রীয় স্থায়ী ও কার্যকরি পরিষদ। তারুণ্যনির্ভর নতুন মুখদের প্রাধান্য দিয়ে কোরামের সিদ্ধান্ত অনুযায়ী দুই বছরের জন্য নিম্নোক্ত পরিষদ গঠন করা হয়। বাংলাদেশের বিভিন্ন জেলা, উপজেলা ও থানার প্রতিনিধিদের সমন্বয়ে কেন্দ্রীয় পরিষদ ঘোষনা করা হয়। পরবর্তিতে কেন্দ্রীয় পরিষদের জেলা, উপজেলা ও থানার প্রতিনিধিদের নিয়ে পর্যায়ক্রমে জেলা, উপজেলা ও থানা কমিটি গঠন করা হবে।

কেন্দ্রীয় স্থায়ী পরিষদ :

আহবায়ক : রাসেল বড়ুয়া ( রাংগুনিয়া)।

সচিব : কেতন মুৎসুদ্দি ( রাউজান)

মুখ্য পরিকল্পনা সচিব: পলাশ বড়ুয়া (কদলপুর)।
সমন্বয়ক : নিপু বড়ুয়া ( রাউজান)

কেন্দ্রীয় কার্যকরী পরিষদ :

সভাপতি : সুনয়ন বড়ুয়া ( কক্সবাজার)।
সিনিয়র সহ-সভাপতি : প্রনব বড়ুয়া ( রাউজান)।
সহ-সভাপতি : সিটু বড়ুয়া (রাংগুনিয়া)।
সহ-সভাপতি:পম্পম বড়ুয়া (বায়েজিদ)
সহ-সভাপতি :নয়ন বড়ুয়া (রাংগুনীয়া)
সহ-সভাপতি: চাচিং মারমা ( খাগড়াছড়ি)।
সহ- সভাপতি: জনি মারমা ( রাংগুনিয়া)।
সহ-সভাপতি : পিংকি বড়ুয়া ( রাঙ্গামাটি)।
সহ-সভাপতি: রাহুল বড়ুয়া ( উখিয়া)

সাধারণ সম্পাদক : বিজয় বড়ুয়া ( রাউজান)।
যুগ্ন-সাধারণ সম্পাদক: বিপ্লব বড়ুয়া ( পটিয়া)।
সাংগঠনিক সম্পাদক: সনদ বড়ুয়া ( রাউজান)।
সহ-সাংগঠনিক সম্পাদক: দীপ্ত বড়ুয়া ( রাউজান)।
অর্থ সচিব: সৌমেন বড়ুয়া ( কুমিল্লা)
প্রচার ও প্রকাশনা সচিব : জনি বড়ুয়া ( রাউজান)।
সহ-প্রচার ও প্রকাশনা সচিব : বিশাল বড়ুয়া ( চকরিয়া).।
শিক্ষা ও সাহিত্য সচিব: কল্লোল বড়ুয়া ( ফটিকছড়ি)।
সহ-শিক্ষা ও সাহিত্য সচিব: টিটু বড়ুয়া ( রাংগুনিয়া)।
সমাজ কল্যান সচিব: রাজু বড়ুয়া ( চন্দ্রঘোনা)।

স্বাস্থ্য কল্যান বিষয়ক সম্পাদক: ডা: প্রমিস বড়ুয়া ( লোহাগাড়া)।
সহ-স্বাস্থ্য কল্যান সম্পাদক: ডা: শ্রাবনী বড়ুয়া ( ফটিকছড়ি)।
সাংস্কৃতিক সচিব: মালঞ্চ বড়ুয়া ( রাংগুনিয়া)।
বিজ্ঞান ও প্রযুক্তি কল্যান সচিব: হৃদয় বড়ুয়া ( রাউজান)।
সহ-বিজ্ঞান ও প্রযুক্তি কল্যান সচিব: অভিজিৎ বড়ুয়া ( রাউজান)।
মহিলা সম্পাদিকা : পিংকি বড়ুয়া ( বোয়ালখালী)।
সহ-মহিলা সম্পাদিকা : সুপ্রভা বড়ুয়া ( রাংগুনিয়া)।

সদস্য সচিব: রাকেশ বড়ুয়া ( রাউজান)।
নির্বাহী সদস্য/ সদস্যাবৃন্দ:
টিকলু বড়ুয়া ( রাংগুনিয়া)
সৌরভ বড়ুয়া ( রাংগুনিয়া)
জনি বড়ুয়া ( রাংগুনিয়া)
মানস চৌধুরী ( রাংগুনিয়া)
সোমা বড়ুয়া ( বোয়ালখালী)
নিশান বড়ুয়া ( বাঁশখালী)
পুষ্পিতা বড়ুয়া ( নাসিরাবাদ)।
মংলা প্রু মারমা (খাগড়াছড়ি)
মোমিয়াচিং মারমা (রাঙ্গামাটি)
বিকাশ মারমা (বান্দরবান)
রয়েল মারমা (খাগড়াছড়ি)
আংবাথৈয় মারমা (রাঙ্গামাটি)
চাইলাপু মারমা (খাগড়াছড়ি)

Facebook Comments Box

শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো
© All rights reserved © 2019 bibartanonline.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarbibart251
error: Content is protected !!