বিবর্তন ডেস্ক: রবিবার (৮ অক্টোবর) রাউজান উপজেলার পূর্ব বিনাজুরী গ্রামে প্রাচীন বৌদ্ধ বিহার রত্নাঙ্কুরে (সত্য বুদ্ধের বিহার খ্যাত) শুভ কঠিন চীবর দান মহাসারম্ভে অনুষ্ঠিত হয়। ভদন্ত আর্যশ্রী মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি আসন অলংকৃত করেন ভদন্ত বিনয়পাল মহাথের, প্রধান সর্দ্ধমদেশক ধর্মদূত এস. লোকজিৎ থের সামাজিক ও ধর্মীয় বিভিন্ন আঙ্গিকে সর্দ্ধমদেশনা ভাষণ করেন। সুজন বড়ুয়ার সঞ্চালনায় দানসভার উদ্বোধন করেন বিহারাধ্যক্ষ ভদন্ত বিমলাচার থের, স্বাগত ভাষণ ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন রাজেশ বড়ুয়া ও বিশ্ব রঞ্জন বড়ুয়া।
এছাড়াও দানানুষ্ঠানে উপস্থিত ছিলেন ভদন্ত দেবমিত্র মহাস্থবির, ভদন্ত শীলরত্ন মহাস্থবির, ভদন্ত বিজয়ানন্দ থের, ভদন্ত রাষ্ট্রপাল থের, ভদন্ত রুপানন্দ ভিক্ষু, কে শ্রী ইন্দবংশ ভিক্ষু, প্রজ্ঞাদর্শী ভিক্ষু, মার্গ রক্ষিত ভিক্ষু, জ্যোতি ক্যাশপ ভিক্ষু, বিহার কমিঠির নেতৃবৃন্দ, গ্রামবাসী ও বিভিন্ন গ্রাম থেকে আগত পুণ্যার্থীবৃন্দ।