বিবর্তন ডেক্স:শনিবার (৭ অক্টোবর) রাত আনুমানিক ১২.০০ ঘটিকার সময় কক্সবাজার সদর উপজেলা ০৬নং চৌফলদন্ডী ইউনিয়নের ০১নং ওয়ার্ডে মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহার ধর্মীয় সীমা ঘরে অস্থায়ী বসবাসকারী রোহিঙ্গা বৌদ্ধ মূর্তি মুখে আগুন দে বলে অভিিযো পাওয়া গেছে। আগুন দেয়ার সাথে সাথে স্থানীয় এক রাখাইন যুবক তাকে দেখে ফেলে। তখনই ঐ যুবকের সাথে মারামারি হয়। ফলে সে হামলাকারী পালিয়ে যায়। আজ রবিবার সকাল ১১.০০ ঘটিকায় খবর পেয়ে পুলিশ আসেন এবং দায়িত্বরত পুলিশ বৌদ্ধ মূর্তিকে ধুইয়ে দিতে বলেন। তখন উক্ত বিহারে বিহারাধ্যক্ষ ও পাড়াবাসীরা পরিষ্কার করা হয়। পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন ০১ নং ওয়ার্ডে মেম্বার শ্রী উসাচিং রাখাইন। পুলিশ বলা হয়েছে তদন্ত করে দেখা হবে। বর্তমানে কক্সবাজার জেলায় রাখাইনরা আতঙ্কে দিন কাটছে। তাই আমরা বৌদ্ধ ধর্মাবলম্বীরা সে হামলাকারী ও ইন্ধনদাতাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি প্রদানের নিন্দা জানাচ্ছি।