বিবর্তন ডেস্ক: সদ্য প্রয়াত ভদন্ত শান্তিজ্যোতি মহাথেরোর স্মরণে বৈকালিক সংঘদান ও মরদেহের পেটিকাবদ্ধ অনুষ্টান আগামীকাল ৮ অক্টোবর রবিবার বিকেল ২ টায় রাউজানের গহিরা শান্তিময় বিহারে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্টানে আপনাদের সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।
আগামী২৯ ডিসেম্বর ২০১৭ শুক্রবার ভদন্ত শান্তিজ্যোতি মহাথেরো মহোদয়ের অন্ত্যেষ্টিক্রিয়া রাউজানের গহিরা শান্তিময় বিহারে অনুষ্টিত হবে।
উল্লেখ্য যে, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক, গহিরা শান্তিময় বিহারের অধ্যক্ষ ভদন্ত শান্তিজ্যোতি মহাথের আর আমাদের মাঝে নেই(অনিচ্চা বথ সাংখারা)। ভদন্ত শান্তিজ্যোতি মহাথের বেশ কিছুদিন যাবৎ লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে ২ অক্টোবর সোমবার রাত ১১.২০ মিনিটে চট্টগ্রাম নগরীর ১টি ক্লিনিকে পরলোকগমন করেন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৪৫ বছর।