বিবর্তন ডেস্ক : বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে শিল্প-সংস্কৃতি-সভ্যতার প্রাণকেন্দ্র ফ্রান্সে প্যারিসের অদুরে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে শিল্প-সংস্কৃতি-সভ্যতার প্রাণকেন্দ্র ফ্রান্সে প্যারিসের অদুরে সেইন্ট ডেনিশস্থ কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারে আগামীকাল ৮ অক্টোবর রবিবার দানোৎত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র সূত্র পাঠের মাধ্যমে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, অষ্টপরিস্কার দান, মহতী সংঘদান, ও সদ্ধর্মসভা।
উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিল্লি, ভারত থেকে ড. কাচ্চায়ন মহাথের।
এতে আরও পরম পুজ্য পন্ডিত ভিক্ষু সংঘ উপস্থিত থাকবেন।
এ মহান দানময়, শীলময় পুণ্যময় অনুষ্টানে ফ্রান্সে অবস্থিত সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।