রাজধানী ঢাকার বাংলাবাজার কে এল জুবিলী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে কঠিন চীবর দান উৎসব ও ধর্মসভা। আন্তর্জাতিক শান্তিকুঞ্জ ভাবনা কেন্দ্রের আয়োজনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই উৎসবে সকল প্রাণীর মঙ্গল কামনা করা হয়।
ঢাকাস্থ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মি. সম্পদ বড়ুয়া,বিশেষ অতিথি ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাহ উদ্দিন ও এই চীবরদানের উদ্বোধন করেন ড. জিনবোধি ভিক্ষু। অনুষ্ঠানে মঙ্গলাচারণ করেন আন্তর্জাতিক শান্তিকুঞ্জ ভাবনা কেন্দ্রের উপাধ্যক্ষ ভদন্ত লোকবোধি ভিক্ষু।