প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশী বৌদ্ধ সমিতি, কুয়েত” এর উদ্যোগে ০৬ অক্টোবর ২০১৭ ইংরেজী রোজ শুক্রবার “শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন -১৪২৪” বাংলা সাংগঠনিক সম্পাদক স্বপন বড়ুয়া’র ফেহাস্থ বাসায় বুদ্ধ পূজা ও সীবলী পূজাসহ বিশ্ব শান্তি কামনায় এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধ পূজা ও সীবলী পূজা উৎসর্গ করেন উপদেষ্টা দুলাল বড়ুয়া। প্রধান উপদেষ্টা সন্তোষ বড়ুয়া, সঞ্চালনায় সমাজ সেবক বাবু টিপু বড়ুয়া,র সভাপতিত্বে প্রবারণা পূর্ণিমার তাৎপর্য নিয়ে ধর্মীয় আলোচনায় অংশ নেন – উপদেষ্টা-উওম বড়ুয়া, উপদেষ্টা -দুলাল বড়ুয়া, অশোক বড়ুয়া, বিনয় প্রসাদ বড়ুয়া, স্বদেশ বড়ুয়া উওম বড়ুয়া(২)। অন্যদের মাঝে উপস্হিত ছিলেন – নরেশ বড়ুয়া,সংঘতরু বড়ুয়া, বাবুল বড়ুয়া,সুভাষ বড়ুয়া, বিদায়ন বড়ুয়া, মিলন বড়ুয়া, উর্মি বড়ুয়া, মেঘা বড়ুয়া,জয় বড়ুয়া প্রমুখ।
উল্লেখ্য পূর্ব রাত হতে পূজা সাজানোর কাজে অংশ গ্রহন করেন উপদেষ্টা দেবপূর্ণ বড়ুয়া সহযোগিতায় -বিনয় প্রসাদ বড়ুয়া, উওম বড়ুয়া সুভাষ বড়ুয়া।
পরিশেষে নরেশ বড়ুয়া, সন্তোষ বড়ুয়া, দুলাল বড়ুয়া,র সৌজন্য এক মধ্যহৃ ভোজের মধ্য দিয়ে অনুষ্টানের সমাপ্ত হয়।