কেক কেটে প্রবারণা পূর্ণিমার উদ্বোধন
বিবর্তন ডেস্ক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ধর্মীয় উগ্রবাদ প্রতিরোধে এবং দুস্থ-অসহায় মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান ধর্মীয় উগ্রবাদ বিশ্বশান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। মানবতাই ধর্মের শাশ্বত বাণী। কোন ধর্মই সন্ত্রাস, জঙ্গিবাদ ও উগ্রবাদ সমর্থন করে না। বৌদ্ধ সম্প্রদায়ের শুভ প্রবারণা উৎসব উপলক্ষে তিনি গতকাল সামাজিক সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ বাঙালি মূলনিবাসী ইউনিয়ন কর্তৃক বৌদ্ধ ধর্মীয় প্রবারণা উৎসবের কার্যক্রম উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালির চিরকালীন ঐতিহ্য। এ ঐতিহ্যকে সম্মিলিতভাবে লালন করতে হবে। ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধন সুসংহত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্ব শান্তির অগ্রদূত হিসেবে অবহিত করে সিটি মেয়র বলেন, মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে শেখ হাসিনা নিজেকে ‘লাইট হাউস অব ওয়ার্ল্ড হিউম্যানিটি’ প্রমাণ করেছেন। বৌদ্ধ ধর্মীয় প্রবারণা উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ বাঙালি মূলনিবাসী ইউনিয়ন এর আহ্বায়ক প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রবারণা উৎসবের উদ্বোধনী কার্যক্রম ও সিটি মেয়রের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব এস লোকজিৎ থের, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি মাওলানা মুহাম্মদ আলাউদ্দিন, পাথরঘাটা ফাদার ক্যাথলিক চার্চের পাদ্রি ফাদার রিগেন ডি কস্তা, ষোলশহর আদর্শপাড়া লোকনাথ সেবা আশ্রমের বেনু ব্রহ্মচারী, দক্ষিণ হালিশহর লোকনাথ আশ্রমের রনি ব্রহ্মচারী, বাংলাদেশে নিযুক্ত চায়না প্রতিনিধি বৌদ্ধ ধর্মীয় সংগঠনের পক্ষে গাও সিনাবাও, লেই , গোয়া, জাগেলি, বিকিউএস, প্রকৌশলী রাজীব বড়ুয়া সংগঠনের সদস্য সচিব সরিৎ চৌধুরী প্রমুখ। শুভেচ্ছা বিনিময়শেষে কেক কেটে প্রবারণা পূর্ণিমার উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রমের সূচনা করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। পরে একটি বিশ্বশান্তি শোভাযাত্রা আন্দরকিল্লা থেকে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণশেষে চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্ব¡রে এসে শেষ হয়।-বিজ্ঞপ্তি