অজন্তা দেব রায়:
“দিতে পার একশ’ ফানুস এনে
আজন্ম সলজ্জ সাধ,
একদিন আকাশে কিছু ফানুস উড়াই।”
-হুমায়ুন আহমেদের মত মতো আমারো খুব ইচ্ছে একদিন আকাশে অনেকগুলো ফানুস উড়াবো। লন্ডনে কোথাও ফানুস উড়ানো হয় কিনা জানিনা। তাই এবারো আমার ফানুস উড়ানো হলো না।
এই প্রবারণা পূর্ণিমায় আমার নামে আপনারাই না হয় বাড়তি একটা ফানুস উড়িয়ে দেবেন।
বৌদ্ধ ধর্মাবলম্বী সবাইকে শুভ প্রবারণা পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা।
জগতের সকল প্রাণী সুখী হোক। 💕