বিবর্তন ডেস্ক: রাঙামাটি রাজবন বিহারসহ বিভিন্ন বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (০৬ অক্টোবর) সকালে রাজবন বিহারে ধর্মীয় দেশনা দেন অধ্যক্ষ প্রজ্ঞালংকার মহাস্থবির। এসময় ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন।
প্রবারণা পূর্ণিমা উদযাপনের মাধ্যমে বৌদ্ধধর্মাবলম্বীরা ভিক্ষুদের কাছে পাপমোচনের জন্য ক্ষমা প্রার্থনা করেন। এর মাধ্যমে বৌদ্ধ ভিক্ষুরাও তাদের তিন মাসের বর্ষাবাস শেষ করেন। এ পূর্ণিমা পালনের মাধ্যমে বৌদ্ধ ভিক্ষু ও গৃহীদের পাপমোচন হয় বলে বৌদ্ধ সম্প্রদায়ের বিশ্বাস।
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বিহারে বিহারে বুদ্ধপূজা, সংঘদান, পিণ্ডাদান, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল প্রার্থনা, শীল গ্রহণ, প্রদীপ পূজা, ফানুস ওড়ানোর মতো নানা আচার পালন করা হয়। প্রবারণা পূর্ণিমার পরের দিন থেকেই বিভিন্ন বিহারে পালিত হবে কঠিন চীবরদান উৎসব।