অভিজিত বড়ুয়া বিভু:
ঈদ আর দুর্গাপূজায়
কত না আনন্দ খুশি,
আমরা কেন প্রবারণায়
কষ্ট রাখব পুষি?
জ্ঞান বুদ্ধিতে আমরা মানুষ
দম দেয়া নই তো ফানুস
আমরা কেন হবো অভিযুক্ত
অন্যের পাপে দোষী?
জ্বালাব না কেন আকাশ আলো
মানব না কেন যা কিছু ভালো
শান্তির বদলে অশান্তির কেন
রোষানলে হবো রোষী?
★ অভিজিত বড়ুয়া বিভু
ইছামতী , রাঙ্গুনিয়া চট্টগ্রাম।