1. pragrasree.sraman@gmail.com : ভিকখু প্রজ্ঞাশ্রী : ভিকখু প্রজ্ঞাশ্রী
  2. avijitcse12@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
শনিবার, ০৩ জুন ২০২৩, ১০:৫৯ পূর্বাহ্ন

আজ শুভ প্রবারণা পূর্ণিমা

প্রতিবেদক
  • সময় বুধবার, ৪ অক্টোবর, ২০১৭
  • ২১০০ পঠিত

বিবর্তন ডেস্ক:আত্মশুদ্ধি, আত্মসমর্পন ও আত্মনিবেদনের প্রবারণা পূর্ণিমার পূর্ণ চন্দ্র ও ফানুসের পূণ্যালোকে উদ্ভাসিত হোক প্রতিটি হৃদয়। কুশলকে বরণ ও অকুশলকে বারণ/বর্জন পূর্বক সকলের জীবন প্রাপ্তি-পূর্ণতায় সৌভাগ্যময় হোক। প্রজ্ঞাময় ও ধর্মময় হোক সম্মুখ পথচলা, এ শুভ প্রার্থনায় ত্রৈমাসিক বিবর্তনের পক্ষ হতে সকলের প্রতি শুভ প্রবারণা পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা ও পূণ্যাভিনন্দন।

আশ্বিনী পূর্ণিমা তিথিকে প্রবারণা পূর্ণিমা বল হয়। সংক্ষেপে প্রবারণা বলতে সত্য/কুশলকে বরণ ও অসত্য/অকুশলকে বারণ বা বর্জন বুঝায়। তথাগত বুদ্ধ কর্তৃক জগতের সকল প্রাণীর হিতের জন্য ধর্ম প্রচারের আদেশ প্রদান, তাবতিংস স্বর্গ হতে সাংকাশ্য নগরে অবতরণের সময় নানাবিধ ঋদ্ধিসহ যমকঋদ্ধি প্রদর্শন এবং ত্রৈ-মাসিক বর্ষাব্রত সমাপন হল প্রবারণা পূর্ণিমার তাৎপর্য। এছাড়া, আজকের এ পূণ্যতিথিতে সিদ্ধার্থ গৌতমের কেশধাতু পূজা উপলক্ষ্যে মহাসমারোহে ফানুস তথা আকাশ প্রদীপ প্রজ্জ্বলন উৎসব মুখর পুরোদিনের অন্যতম আকর্ষণ।

আনন্দেতে বিভূষিত আমাদের মন,
আজি মোরা সবে দিব পূজা হয়ে এক মন।
অসার মানব কুলে পূণ্য বিনাধন,
নাহি হবে এই ভবে সুখের কারণ।
তাই এই পূণ্য দিনে মিলি সর্বজন,
এসো পূজি মহানন্দে বুদ্ধের চরণ।

আজকের উপোসথ ২৫৬১ বুদ্ধাব্দের ত্রৈমাসিক বর্ষাবাসের শেষ উপোসথ শুভ প্রবারণা পূর্ণিমা
• আজ ২৫৬১ বুদ্ধাব্দের ০৫ অক্টোবর, ২০১৭ খ্রিষ্টাব্দ; ২০ আশ্বিন ১৪২৪ বঙ্গাব্দ, বৃহস্পতিবার।
• পূর্ণিমা শুরু : ০৪ অক্টোবর রাত ১টা ২২ মিনিট ৫১ সেকেন্ড হতে
• পূর্ণিমা শেষ : ০৫ অক্টোবর দিবা ৮টা ১৮ মিনিট ২৪ সেকেণ্ড পর্যন্ত

মহাকারুণিক বুদ্ধ দেশনা করেছেন- ইহলোকে প্রাণীদের যে পাপ ময়লা গঙ্গা, যমুনা, সরভূ, নিম্নগা, অচিরবতী, মহী অথবা মহানদী বিশুদ্ধ করতে পারে না, সে পাপ ময়লা একমাত্র শীল জলই পবিত্র করতে পারে। মিলিন্দ প্রশ্নে বর্ণিত হয়েছে- “পতিট্ঠালক্খনং সীলং সব্বেসং কুসলানং ধম্মানং”। অর্থাৎ, সমস্ত কুশল ধর্মের প্রতিষ্ঠা বা ভিত্তির লক্ষণ হল শীল। যেমন, পৃথিবীরূপ মাটিকে কেন্দ্র করেই আমরা যাবতীয় কর্ম সম্পাদন করি। তেমনি শীলরূপ ভূমিতে প্রতিষ্ঠিত হয়েই আমাদের যাবতীয় কুশল কর্ম সম্পাদন করা উচিত। এ অর্থে, আমাদের সমস্ত কুশল কর্মের ভিত্তি হল শীল পালন। তাই এ পবিত্র পূণ্যময় পূর্ণিমা তিথিতে আমাদের সকলেরই পঞ্চশীল, উপোসথ শীল গ্রহণ ও প্রতিপালন করা উচিত এবং বর্ষাবাসকালীন তিনমাসের আজকের এ শেষ উপোসথ যথাযথভাবে প্রতিপালনের মনস্থিরপূর্বক দৃঢ়তার সাথে কুশল কর্ম করা প্রয়োজন। আসুন প্রবারণা পূর্ণিমার এ পূণ্যদিনে সবে মিলে পুরোদিবস উপোসথ গ্রহণ ও প্রতিপালন পূর্বক নিজেদের শীল পারমিতার পূর্ণতা সাধন করি।

জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ মুক্ত হোক।
ত্রিরত্নের অপ্রমেয় মৈত্রী প্রভায় সকলের জয়মঙ্গল হোক।

Facebook Comments Box

শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো
© All rights reserved © 2019 bibartanonline.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarbibart251
error: Content is protected !!