জ্ঞান ছদক ভিক্ষু:
সুন্দর মঙ্গলার্থে সূচনা করে বলে সুত্র আর সমস্ত আপদ বিপদ থেকে রক্ষা করে বলে পরিত্রাণ৷
পরিত্রাণ (মঙ্গল সুত্র) শ্রবণে কাহার উপকার হয় আর কাহার উপকার হয় না :—
————————————
১) কর্ম আবরণ,২)ক্লেশ আবরণ,৩)অবিদ্যাবরণ ও ৪)দৃষ্টি অাবরণ এই চারটি জিনিস থাকিলে পরিত্রাণ শ্রবণে সফল হয় না ৷ আর যাহাদের এই চারিটি আবরণ থাকে না,তাহাদের উপকার হয় ৷ যেমন, উপরে আকাশে নহে,নিচে সমুদ্র মধ্যেও নহে,পর্বতরাজির বিবরে প্রবেশ করিয়াও নহে,জগতে এমন কোন গুপ্ত স্থান নাই,যেখানে থাকিয়া মৃত্যুপাশ হইতে মুক্ত হওয়া যায় ৷ পরিত্রাণ শ্রবণ সমূহেও বুদ্ধ উপদেশ করিয়াছেন যে ব্যাক্তির আয়ু অবশিষ্ট আছে,যিনি বয়স সম্পন্ন এবং যাহার (উপচ্ছেদ) কর্মাবরণ অপগত হইয়াছে ৷ যাহার আয়ু শেষ হইয়াছে তাহার স্থিতির জন্য কোন ক্রিয়া বা উপক্রম নাই ৷ যেমন,কোন শুষ্ক,নিঃসার,নীরস,জীবন শক্তিহীন,বিগত আয়ুসংস্কার হইতে বৃক্ষকে সহস্র কলস জলসিঞ্চন করিলেও তাহার আর্দ্রতা পুল্লবিত সবুজ বর্ণ আর ফিরিয়া আসে না ৷ সেইরূপই,যাহার আয়ু শেষ হইয়াছে,তাহার স্থিতির নিমিত্ত ভৈষজ্য পরিকর্ম দ্বারা কোন প্রক্রিয়া বা উপক্রমের ফল নাই ৷ সংসারে যে সকল ঔষধ ও ভৈষজ্য আবিষ্কার হইয়াছে,উহারা ক্ষীণায়ু ব্যক্তির কোন কাজে আসে না ৷ যাহার আয়ু অবশিষ্ট আছে এবং যাহার কর্মাবরণ অপগত হইয়াছে ,তাহাকেই পরিত্রাণে রক্ষা করে ৷ তাহার জন্যই বুদ্ধ পরিত্রাণ অনুষ্টানের উপদেশ দিয়াছেন ৷
যেমন,ধান্য পরিপক্ক হইয়া শস্যনালমৃত হইলে কৃষক ক্ষেত্রে জল প্রবেশ বন্ধ করে,কিন্তু শস্য তরুণ,মেঘসন্নিভ সবুজ,বয়ঃসম্পন্ন থাকে তখন বারবার জলসিঞ্চন করে,সেইরূপ, যাহার আয়ু শেষ হইয়াছে তাহার ঔষধ ও পরিত্রাণ ক্রিয়া নিবারিত ও পরিত্যক্ত হইয়াছে ৷ কিন্তু যে সকল লোকের আয়ু অবশিষ্ট আছে,যথেষ্ট বয়স আছে,তাহাদের জন্য পরিত্রাণ ও ভৈষজ্যগুলি উপদিষ্ট হইয়াছে এবং তাহারা পরিত্রাণ ও ভৈষজ্যসমূহ দ্বারা নিশ্চয় উপকৃত হবেন ৷
সত্যকে জানুন, মিথ্যাকে দূর করুন৷ পড়তে উৎসাহিত হোন, লাইক,কমেন্ট, শেয়ার করে অন্যেকে পড়ার সুযোগ করে দিন এতে আপনার এবং সবার পূণ্যে ও মঙ্গল হবে৷৷
জগতে সকল প্রাণী সুখী হোক,,
সাধু সাধু সাধু