কে, শ্রী জ্যোতিসেন থের : অাজ ৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় স্থানীয় রামু কেন্দ্রীয় সীমা বিহার প্রাঙ্গনে উপসংঘরাজ পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরো মহোদয়ের সভাপতিত্বে রামু উপজেলাধীন সকল ভিক্ষু সংঘকে নিয়ে এক অালোচনা সভা অনুষ্টিত হয়।
উক্ত সভায় সিদ্ধান্ত হয় যে- ১) অাসন্ন প্রবারণা পূর্নিমায় কোন বিহারে কোন ধরনের ফানুস ও অাতসবাজি দেয়া যাবে না। ২) প্রতিটি বিহারে কঠিন চীবর দান অবশ্যই বিকাল ৪ টার মধ্যে সমাপ্তি করতে হবে। তবে দুর্গম এলাকাস্থ বিহারগুলোতে সকাল ১২ টার মধ্যেই কঠিন চীবর দান শেষ করতে হবে। সিদ্ধান্ত ৩) এ বছর কঠিন চীবর দান উপলক্ষে কোন ধরনের মাইকিং বা পাবলিসিটি করা যাবে না, তবে চিঠি ও সাউন্ডবক্স ব্যবহার করা যাবে। ৪) নির্যাতিত রোহিঙ্গাদের সাহায্যার্থে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক নির্ধারিত দানগুলো সকল ভিক্ষুকে অাগামী ১০ তারিখের মধ্যে প্রদান করতে হবে এবং রামু বৌদ্ধ সম্প্রদায় কর্তুক অসহায় রোহিঙ্গাদের সাহার্য্যর সিদ্ধান্তে সকল ভিক্ষুকে ভূমিকা রাখতে হবে। ৫) অাপাতত সকল বৌদ্ধ ভিক্ষুকে অাত্ন সংযম ও সাবধানে চলাফেরা করতে হবে এবং সকলের প্রতি মৈত্রী ভাব নিয়ে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হবে।
এই পাঁচটি সিদ্ধান্ত মানিয়ে চলার জন্য পন্ডিত সত্যপ্রিয় মহাথেরো সকল ভিক্ষু সংঘকে অনুরোধ করেন।